Jio Recharge Plans: নতুন বছরে নতুন রূপে জিও, ফ্রি হাইস্পিড ডেটা ও আনলিমিটেড ভয়েস কল, খরচ মাত্র ৫টাকা

চলতি মাসের পয়লা(1st December) তারিখ থেকে দাম বেড়েছে জিও(Jio)-এর রিচার্জ প্ল্যানের(Recharge Plan)। দাম বৃদ্ধির জেরে মানুষের মনে যে খানিক অসন্তোষ তৈরি করেছে কোম্পানি(Company) এই নিয়ে কোনওই সন্দেহ নেই। আর এই দাম বৃদ্ধির জেরে দেশের অনেকাংশের মানুষের মধ্যে দেখা গিয়েছে জিও থেকে বিএসএনএল(BSNL)-এর সিমে পরিবর্তন করার প্রবণতা। যার জেরে কোম্পানিকেও মুখোমুখি হতে হয়েছে বেশ লোকসানের। এই পরিস্থিতিতে মানুষের মনে পুনরায় নিজের জায়গা করে নিতে নতুন বছরের আগেই কয়েকটি নতুন প্ল্যান(New Plan) নিয়ে হাজির জিও(Jio)। রয়েছে আনলিমিটেড ভয়েসকলিং(Unlimited Voice Calling), হাইস্পিড ডেটা(High Speed Internet) তাও আবার বিনামূল্যে(Free)।
জিও(Jio)-এর এই দুটি প্ল্যানে(Plan) দৈনিক খরচ পড়তে চলেছে ৫ টাকারও কম। মোট ৪.৭ টাকায় মিলবে জিও প্ল্যান। প্রথমটি প্ল্যানটির দাম ৩৯৫ টাকা এবং অপরটির দাম ১,৫৫৯ টাকা। জিও-এর এই ৩৯৫ টাকার প্ল্যানে ৪.৭ টাকার মতো খরচ হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি(Plan Validity) মোট ৮৪ দিন। মিলবে ৬ জিবি(GB) হাইস্পিড ডেটা(High Speed Internet)। সাথে থাকবে আনলিমিটেড ভয়েস কল(Unlimited Voice Calling) ও মোট ১০০০টি মেসেজও(Message) পাওয়া যাবে। একইসঙ্গে, বিনামূল্যে মিলবে জিও টিভি(Jio TV), জিও সিনেমা(Jio Cinema), জিও সিকিউরিটি(Jio Security) এবং জিও ক্লাউড(Jio Cloud)-এর সাবস্ক্রিপশন(Subscription)।
আরও পড়ুন……Joker Virus Back- এই ভাইরাস ফোনে ঢুকে গেলেই জেনে যাবে সব ভিতরের কথা, একদম যেন পেগাসাস
পাশাপাশি, জিও-এর ১৫৫৯ টাকার প্ল্যানে(Plan) দিনে খরচ পড়বে মাত্র ৪.৬৩ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি(Plan Validity) মেলে ৩৩৬ দিন। পাশাপাশি, প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের(Unlimited Voice Calling) সুবিধা আছে। সাথে থাকছে ২৮ জিবি হাইস্পিড ডেটা(High Speed Internet) ও সেই সীমা পেরিয়ে গেলে ৬৪কেবি(KB) ডেটা স্পিড। অর্থাৎ, একপ্রকার আনলিমিটেড ইন্টারনেট(Unlimited Internet) মিলবে এই প্ল্যানে। বিনামূল্যে মিলবে ৩৬০০টি মেসেজ(Message) সাথে থাকছে জিও টিভি(Jio TV), জিও সিনেমা(Jio Cinema), জিও সিকিউরিটি(Jio Security) ও জিও ক্লাউডের(Jio Cloud) ফ্রি সাবস্ক্রিপশন।