Samsung: ফোনের এক ক্লিকেই চলবে ফ্রিজ-ওয়াশিং মেশিন! দাম মাত্র কয়েক হাজার টাকা, কিনে নিন আজই

জয়িতা চৌধুরি,কলকাতাঃ গুগল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে স্যামসাং-এর ব্যবসা এখন রমরমা! আর এই সুযোগ সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাতে মোটেই কার্পণ্য করছে না দক্ষিণ কোরীয় কোম্পানিটি। স্মার্টফোন জগতের নেতৃত্ব হাতে নিয়ে ট্যাবলেট বাজারেও বেশ সাফল্যের সঙ্গে ব্যপ্তি বাড়ানো স্যামসাং এবার হাতে নিচ্ছে বৃহৎ পরিসরে এন্ড্রয়েড নির্ভর গৃহস্থালি পণ্য নির্মাণের দিকে। এখানেও থাকবে এন্ড্রয়েড।

smart fridge 1
দিনকয়েক আগে মোনাকো’তে ম্যানুফ্যাকচারার’স ইউরোপিয়ান ফোরামে স্যামসাং এর ডিজিটাল হোম এপ্লিকেশন বিক্রয় বিভাগ প্রধান রাসেল ওয়েন্স এই বছরেই ব্রিটেনে টি৯০০০ মডেলের ফ্রিজ এবং ১২কেজি ওয়াশিং মেশিন বিক্রি শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এই ফ্রিজগুলোতে রয়েছে বিল্ট-ইন এন্ড্রয়েড ট্যাবলেট, যা অভ্যন্তরীণ জিনিসপত্রের দিকে নজর রাখতে, মুদি পণ্য অর্ডার দিতে এবং সাথে থাকা ক্যামেরা লেন্স শিশুদের দিকে নজরদারিতেও সাহায্য করবে।

smart fridge 2
অন্য আরেকটি দারুণ হোম এপ্লিকেশন হচ্ছে স্যামসাং ইন্টারনেট কানেক্টেড ওয়াশিং মেশিন। যদিও তা আগে থেকেই নর্থ আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে আগে উপলব্দ্য ছিল, এখন শুধু ইউরোপে শুরু হওয়ার অপেক্ষা। ওয়াশিং মেশিনটি অনলাইন সুবিধা সম্পন্ন হওয়ায় দূর থেকেই মোবাইলের এপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন এই ওয়শিং মেশিনগুলোর দাম নির্দিষ্ট করে জানা না গেলও একটি টি৯০০০ ফ্রিজের দাম ২৫০০ ব্রিটিশ পাউন্ড বলেই ধারণা করা যাবে।

ইতিমধ্যেই এস৯ মডেলের আল্ট্রা হাই ডেফিনিশন টিভি বিক্রি শুরু করার কথাও ঘোষণা করেছে স্যামসাং। একটি ৮৫ ইন্সি মডেলের এস৯ টিভি কিনতে খরচ প্রায় ৩৫০০০ পাউন্ড। এতে সাধারণ এইচডি টেলিভিশনের চেয়ে চারগুণ বেশি রেস্যুলেশনে ছবি দেখা যাবে।

smart fridge 3

আল্ট্রা এইচডি টিভির সম্পুর্ণ ক্ষমতার গ্রাফিক্স দেখতে চাইলে আপনাকে সম-রেস্যুলেসনের সম্প্রচারও নিশ্চিত করতে হবে, যা এখনও বাণিজ্যিকভাবে শুরু হয়নি। আসছে বছর জাপানে প্রথমবারের মত এটি শুরু হবে। অবশ্য ব্রিটেনে বিবিসি এবং স্কাই ইতোমধ্যেই আল্ট্রা এইচডির ট্রায়াল সম্পন্ন করলেও সম্পূর্ণভাবে চালু করার বিষয়টি এখনও নিশ্চিত নয়।




Back to top button