Twitter New CEO – টুইটারের নতুন CEO হলেন পরাগ আগরওয়াল, রইল তার আসল পরিচয়

বেশ কয়েকদিন ধরে জল্পনার পরে অবশেষে পরিবর্তিত হল ট্যুইটারের সিইও (CEO of Twitter)। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন জ্যাক ডর্সি (Jack Dorsey)। বর্তমানে এই পদে নিযুক্ত করা হয়েছে এক ভারতীয়কে (Indian)। নাম পরাগ আগরওয়াল (Parag Agrawal)। যদিওবা এর আগে তিনি ছিলেন ট্যুইটার কোম্পানির চিফ টেকনোলজি অফিসার বা সিটিও (Chief Technology Officer or C.T.O)। ট্যুইটারের প্রাক্তন সি.ই.ও জ্যাক ডর্সির অত্যন্ত স্নেহসান্নিধ্য ছিলেন ৩৭ বছর বয়সী পরাগ আগরওয়াল। ভীষণ গুণী (Talented) হওয়ার পাশাপাশি ট্যুইটারের শীর্ষতম পদে নিযুক্ত হতে পারার এটিও একটি অন্যতম কারণ হিসাবে গণ্য। বেশ কিছুদিন আগে একটি সাংবাদিক বিজ্ঞপ্তিতে পরাগ আগরওয়ালের বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছি ট্যুইটার।
ট্যুইটার থেকে প্রকাশ্যে আসা সেই তথ্যের ভিত্তিতে, ছোটোবেলৃ থেকেই অঙ্কপ্রেমী পরাগ ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা। তিনি অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলের (Atomic Energy Central School) ছাত্র ছিলেন। তারপর সেখানের পড়াশোনা শেষ করে আইআইটি মুম্বাই (IIT Mumbai) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Computer Science & Engineering)-এ স্নাতক (Graduation) পাশ করেন। এরপর ২০০৫ সালে উচ্চতর শিক্ষার (Higher Studies) উদ্দেশ্যে তিনি আমেরিকা (USA) চলে যান। সেখানে গিয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) থেকে তিনি কম্পিউটার সায়েন্সের ওপর পি.এইচ.ডি (PhD) কমপ্লিট করেন।
এরপর আজ থেকে প্রায় দশ বছর আগে ২০১১ সালে ট্যুইটারের অধীনে কাজ করা শুরু করেছিলেন পরাগ আগরওয়াল। ট্যুইটারে যোগ দেওয়ার আগে বেশ কিছু সময়ের জন্য মাইক্রোসফট (Microsoft), এটিঅ্যান্ডটি (AT & T) ও ইয়াহু (YAHOO) -তে কাজ করেছিলেন তিনি। এই কোম্পানিতে মূলত গবেষক (Researcher) হিসাবে কাজ করতেন পরাগ। ২০১১ সালে ট্যুইটারে যোগ দেওয়ার পরে প্রথমদিকে তিনি কেবল বিজ্ঞাপন (Advertisement) সংক্রান্ত কাজই করতেন। কিন্তু সুদক্ষ ও পরিশ্রমী হওয়ার কারণে খুব অল্প দিনের মধ্যেই প্রোমোশন (Promotion) পেয়ে যান তিনি। এরপর ২০১৭ সাল থেকে কোম্পানির চিফ টেকনোলজি অফিসার বা সিটিও হিসেবে নিযুক্ত হন পরাগ।
যদিও সিটিও হিসেবে নিযুক্ত হওয়ার অনেক আগে থেকেই ২০১৬ ও ২০১৭ সালে তিনি ছিলেন ট্যুইটারের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার (Distinguished Engineer)। অত্যন্ত দক্ষতার সঙ্গে ট্যুইটারের ইউজারদের (Twitter User) ওপর প্রভাব বৃদ্ধি, রাজস্ব প্রভৃতি বিষয়ে কাজ করতেন পরাগ। বর্তমানে তাঁর কাঁধে এসেছে টুইটারের শীর্ষস্থানের দায়িত্ব। এই স্থানটি পাওয়ার পরে কর্মীদের উদ্দেশ্য পরাগ জানিয়েছেন, ” আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন আবার অনেকেই আমাকে চেনেন না। আর তাই এইখানে থেকেই ভবিষ্যতের পথে যাত্রা শুরু করা হোক। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, আমাদের আলোচনার জন্যও অনেক কিছু রয়েছে। তাই আগামীকাল আমরা অল হ্যান্ডস মিটে (All Hands Meet) অনেকটা সময় একসঙ্গে কাটাবো এবং প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন আলোচনা চালাবো।”
এই সিইও পদটির জন্য পারিশ্রমিক হিসাবে পরাগ আগরওয়ালকে বার্ষিক ১ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক হিসেবে দেবে ট্যুইটার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৭.৫ কোটি। এছাড়াও থাকছে ১২.৫ মিলিয়ান মার্কিন ডলার মূল্যের স্টক কমপেনসেশনও।