জিততে হবে যুদ্ধ! পুতিন বাহিনীর বিরুদ্ধে রণক্ষেত্রে ৯৮ বছরের বৃদ্ধা

যুদ্ধের ভয়াবহতা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। ৯৮ বছরের বৃদ্ধ মহিলাও (Ukrainian 98 years old Woman) এবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের (Ukraine) হয়ে অস্ত্র হাতে তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। মাইক্রো-ব্লগিং সাইটের শেয়ার করা পোস্ট অনুযায়ী ওলহা টেভারদোখালিবোভা (Olha Tverdokhlibova) নামে এক ৯৮ বছরের মহিলা (Ukrainian 98 years old Woman)  ইউক্রেনীয় সেনা বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তিনি আরও বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে (2nd world war) যোগদানের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান।  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) যুদ্ধবিরতির কোনও লক্ষণ নেই। রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে । এই যুদ্ধের শুরুর দিকে দেশের সব নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। ইউক্রেনের প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়েছেন ৯৮ বছর বয়সের বৃদ্ধা (Ukrainian 98 years old Woman) ওলহা টেভারদোখালিবোভা। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে ছিলেন। এবার আবার নিজের দেশকে তিনি রক্ষা করতে তৈরি।

সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হয়ে চলেছে ইউক্রেনের বিভিন্ন ধরনের ভিডিয়ো। এর মধ্যে বেশ কিছু ভিডিয়ো এমন রয়েছে, যা সকলের নজর কেড়েছে। নিজেদের দেশকে বাঁচানোর জন্য ইউক্রেনের অনেক নাগরিক নিজের প্রাণ হাতে নিয়ে কাজ করে চলেছে। তাদের সাহসিকতার বিভিন্ন ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একদিকে যখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অনেকেই দেশ ছেড়ে পালাচ্ছে। অন্যদিকে নিজেদের দেশকে বাঁচানোর জন্য অনেকেই প্রানের ঝুঁকি নিয়ে প্রানপন লড়াই করে চলেছেন। এর মধ্যেও আবার ভাইরাল হল ইউক্রেনের ৯৮ বছর বয়সের সেই বৃদ্ধা (Ukrainian 98 years old Woman) ওলহা টেভারদোখালিবোভা। এই বয়সেও সে দেশকে বাঁচানোর জন্য সেনাবাহিনীতে যোগ দিতে চায়। তাকে কুর্নিশ জানাচ্ছে পুরো নেটদুনিয়া। তিনি আরও বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে (2nd world war) যোগদানের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান। 

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তাও দেখতে দুই তিন সপ্তাহ পার করেছে। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন। এই অবস্থায় মাতৃভূমিকে রক্ষার জন্য তিনি আবারও বন্দুক হাতে তুলে নিতে চান। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রকই মহিলার ইচ্ছের কথা সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে জানিয়েছে। মহিলার সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন। প্রয়োজনীয় পরামর্শও তারা মহিলার থেকে নেবে বলেও জানিয়েছে।

কিন্তু, ওলহা টেভারদোখালিবোভা-র সেনাবাহিনীতে যোগ দেওয়ার মতো সবরকম যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, বয়সের কারণেই তাঁর আবেদন গ্রহণ করা হয়নি। আমরা নিশ্চিত, তিনি কিছুদিনের মধ্যেই কিভে আরও একটি জয় উদযাপন করার সুযোগ পাবেন। ওলহা টেভারদোখালিবোভা-র এই ইচ্ছাকে কুর্নিশ জানাই আপামর নেট নাগরিকরা। 

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের এই পোস্ট রীতিমত ভাইরাল হয়েগেছে। এখনও পর্যন্ত ৩৮০০ লাইক পেয়েছে। প্রচুর মানুষ এই পোস্টটি শেয়ার করেছেন। অনেকেই মহিলাকে তাঁর দেশভক্তির জন্য স্যালুট জানিয়েছেন। 

আরও পড়ুন দর্শক আবাহনে আইএসএলের নতুন চ্যাম্পিয়ন নিজামের শহর

আরও পড়ুন দক্ষিণ ভারতীয় ভাষায় ‘দ্য কাশ্মীর ফাইল’, জনপ্রিয়তা তুঙ্গে




Leave a Reply

Back to top button