চকলেটে বারে আস্ত কৃমি! রেগেমেগে ক্ষতিপূরণের দাবীতে আদালতে দ্বারস্থ বেঙ্গালুরুর ব্যক্তি

মন্টি শীল, কলকাতা : চকলেট, এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত। বেশির ভাগ জনের জনের শৈশবের সঙ্গে জুড়ে রয়েছে এই চকলেটের মিষ্টি মধুর স্মৃতি। তবে শুধু মাত্র শৈশব বলাও ভূল হবে, কারণ যৌবন এবং বৃদ্ধ বয়সেও এই চকলেটের প্রতি সকলের একটা টান থাকে। কিন্তু এই চকলেট বার নিয়েই হল যত বিপত্তি। চকলেটের মিষ্টি মধুর বারের মধ্যে মিলল সর্বনাশা ভয়ানক কৃমির বাস। যা শোনার পর রীতিমতো হতভম্ব হয়ে উঠেছেন আপামোর চকলেট প্রেমিরা।
কিন্তু মূল ঘটনাটা কি? এই ঘটনাটি ২০১৬ সালের। ব্যাঙ্গালোর এর বাসিন্দা এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। জানা গিয়েছে, মুকেশ নামক বেঙ্গালুরুর এইচএসআর লেআউট বাসিন্দা স্থানীয় এক সুপার মার্কেট, এমকে রিটেল সুপার মার্কেট (MK Retail super market) থেকে ২০১৬ সালে মোট ৮৯ টাকার ফল এবং বাড়ির খুদে সদস্যদের জন্য চকলেট বার (Chocolate Bar) কিনেছিলেন। জিনিস কেনার দিন জানতে না পারলেও কিছু দিন পর সেই চকোলেটের প্যাকেট খুললে দেখতে পান সেখানে আস্ত কৃমিদের বসবাস।
আরও পড়ুন ….ক্যান্সারকে হারিয়ে দাদাগিরি’র মঞ্চে ঐন্দ্রিলা! সৌরভকে জড়িয়ে ধরেই চলল জোড়কদমে নাচ
আরও পড়ুন ….একের পর এক আত্মহত্যা! কাজের অভাবেই কি আত্মঘাতী সঙ্গীত শিল্পী আতিফ নিলয়?
মুকেশ-এর সামনে এই চিত্র আসা মাত্রই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। জানা গিয়েছে, তিনি ব্যবস্থা স্বরূপ এই চকলেট কম্পানির গ্রাহক হেল্পলাইনে অভিযোগ জানান। এমনকি প্রমাণ স্বরূপ তিনি ওই চকলেট বারের ছবিও কোম্পানিকে পাঠান। কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকে আর কোনও রকমের যোগাযোগ না এলে, ওই যুবক স্থানীয় উপভোক্তা কমিশনে চকলেট প্রস্তুত কারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকেও কোনও সদুত্তর পাননি মুকেশ।
আরও পড়ুন ….ফের বাবা হতে চলেছেন Hrithik Roshan! হাঁটুর বয়সী প্রেমিকার বেবি বাম্প দেখে শোরগোল নেটপাড়ায়
এরপর তিনি আদালতের কাছে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারস্থ হন। সেখানে ১৯৮৬ সালের উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়। আদালতে ওই ব্যক্তি চকলেট প্রস্তুতকারক কম্পানির কাছ থেকে ২০ থেকে ৫০ লক্ষ্য টাকার আর্থিক ক্ষতি পূরণের দাবি করেন। কিন্তু, শুনানিতে ওই কম্পানি ৫ লক্ষ্য টাকা পর্যন্ত দিতে রাজি হন। যদিও পরবর্তী সময়ে এই মামলার রায় দান হয় এবং আদালত কেডিয়াকে রাজ্য গ্রাহক ফোরামে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজও এই ঘটনার নিষ্পত্তি হয়েছে কিনা জানা নেই তবে এই ঘটনা শোনার পর যে চকলেট প্রেমিদের হৃদয় ভঙ্গ হয়েছে তা বলাই যায়।