মুম্বাই বিমানবন্দরে যুবতীর নাচ নজর কাড়লো নেটিজেনদের

এই ভিডিও ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বইতে শুরু করে সুন্দর কমেন্টের বন্যা। অনেকেই মনে করছেন এটি চোখে জল এনে দেওয়ার মত ভিডিও।

মুম্বাই: এই যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। এর সাহায্যে এখন সবকিছুই এসে গেছে হাতের মুঠোয়। দেশ হোক কি বিদেশ, পুরো দুনিয়ার খবর এখন পাওয়া হয়ে গেছে সহজ। এখন ভাইরাল হতে সময় লাগেনা বেশিক্ষন। এবার ভাইরাল হলো একটি নজর কাড়া ভিডিও, যেখানে দেখা গিয়েছে কানাডার বিমানবন্দরে এক্সিট থেকে বেরোচ্ছেন এক যুবক এবং তাকে দেখে এক যুবতীর প্রাণখোলা নাচ।

ভিডিও সম্পর্কে জানা গিয়েছে, এটি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। কনটেন্ট ক্রিয়েটর একজন ভারতীয় কানাডাবাসী, নাম নিখিল শাহ। ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলছে বলিউড ছবি শেরশাহ’র ‘রাতা লম্বিয়া’ গান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কানাডার বিমানবন্দরে এক্সিট থেকে ট্রলি ভর্তি লাগেজ নিয়ে বেরোচ্ছে একজন যুবক। তাকে আসতে দেখে দুই যুবক ফুল দিয়ে স্বাগত জানায় এবং আলিঙ্গন করে। এরপরেই ঘটে সেই মন ছুয়ে নেওয়ার মতো দৃশ্য। পাঁচ বছর বাদে ঘরে ফেরার সেই যুবক ভিড়ের মাঝে খুজছিল তার প্রেমিকাকে। খানিক বাদেই দেখা হয় তার সাথে। বহুদিন বাদে দেখা হতেই সেই যুবতী প্রাণ খোলা নাচ নাচতে শুরু করেন বিমানবন্দরেই।

Social Media,Video,Viral,Canada,India

এই ভিডিও ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বইতে শুরু করে সুন্দর কমেন্টের বন্যা। অনেকেই মনে করছেন এটি চোখে জল এনে দেওয়ার মত ভিডিও। সেই ব্যবহারকারীর ফলোয়াররা লিখেছেন, এটি খুবই সুন্দর দৃশ্য। জানা গিয়েছে, এই ভিডিওটিতে পড়েছে ১ লক্ষ ৪০ হাজার লাইক এবং ভিউ হয়েছে ৩.৩ মিলিয়ন। উল্লেখ্য, এটি প্রথম ভিডিও নয় যেখানে বিমানবন্দরে কাউকে নাচতে দেখা গিয়েছে। এর আগে জনপ্রিয় সঞ্চালক নিখিল চিনাপ্পা নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল মুম্বাই বিমানবন্দরে গরবা করছে একদল মানুষ। সেই ভিডিওটি ছিল ৪৫ সেকেন্ডের এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ছিল ‘লাভযাত্রী’ সিনেমার‘চোগাড়া’ গান।




Leave a Reply

Back to top button