‘ম্যারি মি!’ ভিড় ভরা রাস্তায় পোস্টার হাতে দাঁড়ালেন সুন্দরী মার্কিন তরুণী..

ডেটিং অ্যাপে কাজ না হওয়ায় পথেই সঙ্গী খুঁজতে এলেন তরুণী!

পূর্বাশা, হুগলি: চলতি প্রবাদে কথায় কথায় বলা হয়, যাও মেয়ে তোমার পাত্র খুঁজে নাও। সেই কথাকেই এবার বাস্তব রূপায়ণ করলেন মার্কিন তরুণী ক্যারোলিনা গেইতস। ভিড় পথে নেমে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়লেন তিনি। তাতে গোটা গোটা হরফে লেখা ‘ম্যারি মি’ অর্থাৎ পছন্দ হলে বিয়ে করুন আমাকে। মেয়ের এরূপ কান্ড দেখে থেমে দাঁড়ালেন অনেকেই। তবে সম্মতি জানিয়ে শেষমেশ এগিয়ে এলেন এক মার্কিন সুপুরূষ।

International,Love,Marriage,Viral

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল
হয়েছে যেখানে প্ল্যাকার্ড হাতে বর খুঁজতে দেখা যাচ্ছে মার্কিন তরুণী ক্যারোলিনা গেইতস-কে। তাঁর
বয়স ২৯। নিউইয়র্কের রাস্তায় তিনি বেরিয়েছেন ‘বর খুঁজতে’। জানা যায়, ডেটিং অ্যাপ থেকে বেশ বিরক্ত তরুণী। তাই নিজেই বেরিয়ে পড়েছেন সঙ্গীর
খোঁজে।

International,Love,Marriage,Viral

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? তরুণী জানান, বন্ধুদের সঙ্গে মজার ছলে ঠাট্টা ইয়ার্কি করেছিলেন তিনি।
ডেটিং অ্যাপে বিরক্ত তরুণী বলেছিলেন, রাস্তাতেই
নেমে যাবেন বরের খোঁজে। কিন্তু সত্যি যে এ কাজ করবেন তা ভাবেন নি আগে। তবে পথে নেমে বর খুঁজতে বেশ মজা পেয়েছেন তিনি। তাঁর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।




Leave a Reply

Back to top button