হবে নাকি বৌ! গানের পর এবার অভিনয়েও ডেবিউ বাদাম কাকুর, ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল

বর্তমান যুগ সম্পূর্ণ হয়ে গিয়েছে নেটকেন্দ্রিক।এই যুগের সকল মানুষই নিজের ফোনের পিছনে অধিক সময় অতিবাহিত করে। নিজেদের কাজের অবসরে বিভিন্ন ধরনের মজার ভিডিও দেখে সময় কাটাতে পছন্দ করে তারা। আর এই কারনেই সেই মজার ভিডিও বানানো মানুষগুলি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আমাদের রাজ্যে রানু মন্ডল থেকে শুরু করে বাদাম কাকু সকলেই ভাইরাল হয়েছে এই সোশ্যাল মিডিয়া মারফতে। বর্তমানে রানু মন্ডল পুরোপুরি বসে গেলেও বাদাম কাকুর সাফল্য কিন্তু একধাপ করে এগোচ্ছে। ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া বাদাম কাকু নাকি এখন সরাসরি পা বাড়িয়েছেন অভিনয় জগতে ( Badam kaku bhuban Badyakar debut as an actor ) । এতদিন গায়ক রূপে দেখে আসা ভুবন বাদ্যকারকে খুব শীঘ্রই দেখা যাবে একজন অভিনেতা হিসেবে।
গত বছরেরই ঘটনা। বাকি ফেরিওয়ালাদের মত জীবন ছিল ভুবন বাদ্যকর ওরফে বাদাম কাকুর। সাইকেলে করে বাদাম নিয়ে লোকের বাড়ির দরজায় দরজায় গিয়ে তা বিক্রি করতেন তিনি। তবে এতে করে ঠিকমতো উপার্জনও হতো না বাদাম কাকুর। খুবই কষ্টে দিন চলত তার পরিবারের। তবে তার ভাগ্যের রদবদল করেছিল তার গাওয়া একটি গান। লোকের বাড়ি বাড়ি ঘুরে বাদাম বিক্রি করার সময় ভুবন বাদ্যকর একটি গান গাইতেন যা রাতারাতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়। আর এই গানের ফলেই নেটিজেন দের কাছ থেকে অনেক জনপ্রিয়তা অর্জন করেন বাদাম কাকু।
সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক জনপ্রিয় হয়েছিল তার এই ‘কাঁচা বাদাম’ গান। আর এই গান গেয়ে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একধাপ করে সাফল্যের চূড়ায় পৌঁছাচ্ছেন বাদাম কাকু। বিভিন্ন জায়গা থেকে জনপ্রিয় তারকারা এসে ইতিমধ্যেই বাদাম কাকুর সঙ্গে গান গেয়ে গেছে। গায়ক হিসেবে যথেষ্ট খ্যাতি কুড়িয়েছেন তিনি। আর এবার ভুবন বাদ্যকর কে নতুনভাবে চেনার পালা। জানা গেছে বাদাম কাকু নাকি এবার সরাসরি অভিনেতা হিসেবেই আত্ম প্রকাশ করবেন। আর এই খবর পাওয়া মাত্রই হইচই পড়ে গেছে নেটপাড়ায়।
এতদিন গায়ক হিসেবে দেখে আসা বাদাম কাকুকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন একটি ক্ষেত্রে। ঠিকই শুনেছেন, ছবি কিংবা সিরিয়ালে নয়, বাদাম কাকুকে শীঘ্রই দেখা যাবে একটি যাত্রাপালায়। যাত্রাপালা থেকেই অভিনয়ের জগতে প্রথমবার পা রাখতে চলেছেন ভুবন বাদ্যকর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর এরপর থেকেই হইচই পড়ে গেছে নেটবাসীদের মধ্যে।
আরও পড়ুন: অন্যের সাথে বিয়ের পিঁড়িতে প্রেমিকা! হৃদয়ের ব্যথা কমাতে আত্মহত্যাকেই পথ করল যুবক
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। প্রসঙ্গত পূর্বেও বাদাম বাদাম কাকুর গাওয়া গানগুলি ইউটিউব জুড়ে রাতারাতি ভাইরাল হয়েছিল। তবে এবার দেখার বিষয় এই যে অভিনেতা হিসেবে বাদাম কাকু কতটা সফল হতে চলেছেন।
আরও পড়ুন: টাকার প্রয়োজন নাকি? স্ত্রীকে বিক্রির ইস্তেহার দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বামী