মানবিকতার নয়া নজির, ভুলে করে অ্যাকাউন্টে জমা পড়েছিল হাজার হাজার টাকা, ফিরিয়ে দিলেন অটো চালক

রাখী পোদ্দার, কলকাতা : যেখানে বেশিরভাগ সময়ই বেঙ্গালুরুর ( Bengaluru Auto Driver) অটোচালকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বেশি ভাড়া চাওয়ার এবং যাত্রীদের প্রত্যাখ্যানের। সেখানে এই আটান্ন বছর বয়সী গোপী আর ( Gopi R) আবারও প্রমাণ করে দিলেন যে এখনও কাস্টমার ফ্রেন্ডলি ড্রাইভার রয়েছে এই পৃথিবীতে। সম্প্রতি কর্নাটকের ( Karnataka) রাজধানী বেঙ্গালুরুতে এমনি এক ঘটনা সামনে আসল সবার। যা আবারও প্রমাণ করল যে পৃথিবীতে এখনও মানবিকতার অবসান ঘটেনি।

সোমবার সকাল ৭:৩০ মিনিট নাগাদ শিব কুমার জি ( Shiva Kumar G) আনন্দরাও সার্কেল থেকে রাজাজিনগর ( Rajajinagar) যাওয়ার জন্য গোপীর অটোতে উঠেছিলেন। শিব কুমার জি পেশায় হলেন আইটি পরামর্শদাতা ( IT Consultant) এবং আইনজীবী ( lawyer)। গন্তব্যে পৌঁছানোর পর তাঁর ভাড়া বাবদ ১২০ টাকা তিনি ইউ পি আই ( UPI Transfer) নামক একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেন। কিছুক্ষণ পর শিব কুমার জির বন্ধুর দশ হাজার টাকার প্রয়োজন হলে কুমার জি ইউ পি আই ( UPI Transfer) অ্যাপ্লিকেশন থেকে বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠানোর বদলে ভুলবশত গোপীর অ্যাকাউন্টে দিয়ে দেন। স্বাভাবিক ভাবেই এই ভুলটা জানতে পেরে এত বিপুল পরিমাণ টাকা কীভাবে ফেরত পাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। ঘটনাটি বিস্তারিত ভাবে গোপীকে জানানো হলে তিনি আশ্বাস দেন টাকা ফেরত দেওয়ার।

আরও পড়ুন –https://thebengalichronicle.com/antiseptic-cream-boroline/

Bengaluru Auto Driver : সততাই পরম শক্তি

অটোচালক ( Bengaluru Auto Driver) গোপী আর জানান, তিনি যখন গাড়িতে করে অন্য এক যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন তখন কুমার জি তাকে ফোন সমস্ত ঘটনাটি বলেন। এরপর যখন গোপী এর সত্যতা যাচাই করতে ফোনে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন তখন তিনি দেখেন যে তাঁর অ্যাকাউন্টে যা টাকা থাকার কথা তার চেয়ে বেশি রয়েছে। কিন্তু তিনি জানতেন না কীভাবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাকা ফেরত পাঠাতে হয়। তাই কুমার জির তাকে গাইড করেছিলেন এই অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে। এরপর তিনি এই সম্পূর্ণ টাকা ফেরত দিয়েছিলেন কুমার জিকে।

Bengaluru Auto Driver

কুমার জি বলেন, তিনি অটোচালকের প্রশংসায় কী বলবেন তা নিজেও জানেন না। তিনি পুরো ঘটনা এবং অটো চালকের সততার বর্ণনা দিয়ে সিটি পুলিশ কমিশনারকে ( city police commissioner) একটি চিঠি লিখেছেন। এছাড়াও কুমার জি বলেন, আমাদের উচিত এমন লোকদের সম্মান করা যারা গল্প ছড়িয়ে পড়লে সমাজ তাদের কাছ থেকে শিখতে পারবে।

Bengaluru Auto Driver : অর্থনৈতিক প্রতিবন্ধকতা 

অটোচালক গোপী( Bengaluru Auto Driver)  গণমাধ্যমকে জানান, তিনি অনেক সময় আর্থিক সমস্যায় পড়েছিলেন এবং ভাড়া দিতেও কষ্ট হয়েছে বহুবার। কিন্তু আমি কোনোভাবেই অন্যের কষ্টার্জিত টাকা নিজের কাছে এইভাবে রাখব না। আমি যদি কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকি তবে আমি নিশ্চিত যে অন্যরাও তাই করে।

আরও পড়ুন – https://thebengalichronicle.com/tomato-chatni-recipe/ 




Leave a Reply

Back to top button