জেলের ভাত খেতে চান? বন্দিরাই পরিবেশন করবে, দেখভাল করবে পুলিশ, ভাইরাল ভিডিও
জেলের ভাত! শুনলেই আঁতকে উঠতে হয়। কয়েদিদের খাবার নিয়ে যে কত গল্প চালু রয়েছে।

জেলের ভাত! শুনলেই আঁতকে উঠতে হয়। কয়েদিদের খাবার নিয়ে যে কত গল্প চালু রয়েছে। তাদের নাকি পোড়া রুটি আর লপসি দেওয়া হয়। ভাত সিদ্ধ হয় না। শক্ত থাকে। তা এহেন জেলখানায় খেতে যাবেন নাকি? আরাম করে খাবেন কয়েদিদের রাজকীয় খাবার। না, না, মজা নয়। একদম সত্যি।
জেল থিম রেস্তোরাঁ। বেঙ্গালুরুতে এমনই আয়োজন করেছে একটি রেস্টুরেন্ট সংস্থা। নাম ‘সেন্ট্রাল জেল রেস্তোরাঁ’। পুরো রেস্তরাঁ সাজানো হয়েছে জেলের ধাঁচে। প্রবেশদ্বারও অবিকল জেলখানার মতো। ঢোকার মুখে দাঁড়িয়ে পুলিশ। হাতকড়া নিয়ে রেডি। মাথা নীচু করে ঢুকতে হবে ‘জেলখানা’র ভিতর।
অন্দরেও জেলের থিম। ছোট ছোট সেল। তার ভিতরে চেয়ার টেবিল পাতা। সাদার উপর কালো স্ট্রাইপ দেওয়া জামা-প্যান্ট পরিহিত আসামীরা খাবার পরিবেশন করছেন। তদারকির দায়িত্বে পুলিশ। সে সব জিভে জল আনা খাবার। মোটেই পোড়া রুটি আর লপসি নয়।
সম্প্রতি ‘সেন্ট্রাল জেল রেস্তোরাঁ’র ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই খেতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সঙ্গে চলেছে মজার কমেন্ট। একজন লিখেছেন, ‘সত্যি নাকি, জীবনের কোনও অভিজ্ঞতাই হাতছাড়া করা উচিত নয়’।
একজন মজার ছলে প্রশ্ন করেছেন, ‘কেউ যদি খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন, তাঁর সঙ্গেও কী বন্দিদের মতো ব্যবহার করা হবে’? আরেকজনের সরস মন্তব্য, ‘সত্যি জেলে যাওয়ার আগে এখানে কেউ রিহার্সাল করতে পারে’। অন্য একজন পরামর্শ দিয়েছেন, ‘এসি-র বদলে সাধারণ ঘর, লোহার চেয়ার টেবিলে খেতে দেওয়া উচিত’।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জেলের খাবার খেয়ে এসো, ব্যাপারটা কেউ সিরিয়াসলি নিয়ে ফেলেছে’। সে যাই হোক, এমন অভিজ্ঞতা কিন্তু সত্যিই বিরল।