শেষমেষ নিজেকে নিজেই বিয়ে করল গুজরাতের তরুণী! ভাইরাল হতেই বাকরুদ্ধ নেটিজেন

বর্তমান সময়ে ভারতে সমকামী, উভকামী মানুষের দেখা মিলেই থাকে। কিন্তু কখনও নিজগামীতার কথা শুনেছেন কি? ভারতে সমকামী, উভকামী মানুষ দেখা গেলেও পূর্বে কখনও নিজগামী সম্পর্ক দেখা যায়নি। কোন মানুষ যখন নিজেকে নিজেই বিয়ে করে তখন তাকে ‘নিজগামী’ বলে আখ্যা দেওয়া হয়। তবে ভারতে আজ পর্যন্ত এমন কোন মহিলাকে দেখা যায়নি যিনি নিজেকে নিজেই বিয়ে করেছেন। তবে ভারতের ইতিহাসে প্রথমবার এমনটাই হতে চলেছে। গুজরাতের বাসিন্দা ক্ষমা বিন্দু নিজেকে ভালোবেসে নিজেই বিয়ে করতে চলেছেন ( Gujarat girl kshama Bindu marry herself went viral ) ।
এ কথা শুনে হঠাৎই প্রশ্ন ওঠে যে নিজেকে বিয়ে করার কথা মাথায় এল কী ভাবে? এই প্রশ্নের উত্তর অবশ্য দেন ক্ষমা নিজেই। ক্ষমার মতে, মানুষ যদি নিজেরা নিজেদের ভালবাসতে পারে, তবে নিজেকে বিয়ে করতে কি সমস্যা। তার কথায় এটা স্পষ্ট যে তিনি নিজেকে নিজেই ভালোবেসে ছিলেন। আর এই কারনেই নিজেকে বিয়েও করতে চলেছেন তিনি। ক্ষমা জানান ছোটবেলা থেকেই নাকি তার কোন পাত্রের সঙ্গে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, তবে বিয়ের কনে সাজার ইচ্ছা ছিল তার। আর অবশেষে এই সমস্যার সমাধান খুঁজে পেয়ে অত্যন্ত খুশী ক্ষমা।
ক্ষমা বিন্দুর কথায় দুটি মানুষের ভালোবেসে একসঙ্গে থাকাকেই বিবাহ বলে। আর সেই অনুযায়ী তিনি যদি নিজেকে নিজে ভালোবেসে বিয়ে করেন তাহলে কোনোপ্রকার আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমরা দেখে থাকি সাধারণ বিয়েতে দুজন মানুষ একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নেয়। সেক্ষেত্রে নিজগামী বিয়েতে নিজে কী প্রতিশ্রুতি নেবেন ক্ষমা বিন্দু? তিনি বলেন বিয়ের দিন তিনি নিজেকে নিঃশর্ত ভালবাসার এবং নিজেকে নিজের মত করে মেনে নেওয়ার অঙ্গীকার করবেন। আর এর থেকে বেশি কিছু একটি বিবাহ চাওয়ার থাকতে পারে বলে ক্ষমা মনে করেন না।
জানা গেছে আগামী ১১ জুন ২৪ বছর বয়সি এই তরুণীর বিয়ের দিন। বিয়েতে কনের সাজে সকল আচার পালন করেই নিজেকে বিয়ে করতে চলেছেন তিনি। তার বিয়েতে কন্যাদান, সাত পাকে ঘোরা, সিঁদুর দান থেকে শুরু করে সবকিছুই থাকবে। কেবল পাত্রের জায়গায় তিনি নিজেকে নিজেই সিঁদুর দান করবেন, এমনটাই জানা গেছে। তার চেনা পরিচিত সকলের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হতে চলেছে।
ক্ষমা জানিয়েছেন, তাঁর এই সমগামী বিবাহে পূর্ণ সমর্থন জানিয়েছেন তার বাবা-মা। তার কথায় তার বাবা-মা উভয়েই অত্যন্ত খোলা মনের মানুষ, তাই ক্ষমার এই সিদ্ধান্তে তারা বাধা দেননি। আগামী ১১ জুন গুজরাতের গোত্রীর এক মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। তবে বিয়ের পরের কথা ভেবেও তিনি খুবই উত্তেজিত। বিয়ের পর দু’সপ্তাহের জন্য মধুচন্দ্রিমায় নিজের সঙ্গে গোয়ায় ঘুরতে যাবেন বলেও জানান তিনি।