রাস্তায় হঠাৎ নামলো আস্ত হেলিকপ্টার! দিনে দুপুরে এমন বিচিত্র কান্ডে হতবাক জনসাধারণ
রাস্তার মাঝে এসে দাঁড়ালো হেলিকপ্টার! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ভিডিয়ো

পূর্বাশা, হুগলি: আকাশপথে দ্রুত যাতায়াতের জন্য হেলিকপ্টার একটি বিশ্বস্ত মাধ্যম। মন্ত্রী থেকে বিশিষ্ট ব্যাক্তিত্ব দ্রুত কোনো স্থানে পৌছতে এই যানের ভরসা করেন। কিন্তু আকাশপথের এই যান হঠাৎ কেন রাস্তায় দাঁড়িয়ে? অবাক কান্ড ঘিরে ভিড় জমলো বেঙ্গালুরুর রাস্তায়। ঘটনাটি স্মার্টফোনে ছবি তুলে ‘এক্স’ মাধ্যমে পোস্ট করেছেন আমান সুরানা নামক এক ব্যক্তি। তারপর থেকেই ভাইরাল এই ভিডিয়ো।
ছবি সূত্রে জানা যায়, সম্প্রতি কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরের রাস্তায় একটি হেলিকপ্টার কে দাঁড়িয়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। পথের মাঝে দাঁড়িয়ে থাকা এই হেলিকপ্টারের জন্য সৃষ্টি হয় যানজট। জানা যাচ্ছে, ঘটনার এলাকাটি বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর। ৭ সেপ্টেম্বরের বিকেলে পোস্ট হওয়া ছবিটি ইতিমধ্যে তুমূল ভাইরাল হয়েছে।
হঠাৎ এমন বিচিত্র ঘটনা দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন জনসাধারণ। সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষ। কারোর কাছে ঘটনাটি বেশ মজার তো কারোর কাছে দিনে দুপুরে মানুষের হয়রানি।