কাঁচা বাদাম পেরিয়ে নেট কাঁপাচ্ছে ‘খালি ছোড়ি পাটাতা হ্যাঁয়’! হাস্যকৌতুকে মজে নেটিজেনরা

ইন্টারনেটের দৌলতে কে কখন কিভাবে ভাইরাল হয়ে যায়, সেটা বলা অসম্ভব। নেট দুনিয়ার দৌলতে আম আদমি হয়ে যাচ্ছে সেলিব্রিটি। পেয়ে যাচ্ছেন নানান তকমা। সোশ্যাল মিডিয়ার দয়ায় জিরো থেকে হিরো, আর হিরো থেকে জিরো হওয়ার কাহিনী ভুরি ভুরি। অনেক সময় এমন ভিডিও ভাইরাল হয় যা হৃদয় ছুঁয়ে যায়, আবার কিছু দেখার পর হাসি থামানো কঠিন হয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ার কারণে রাতারাতি তারকা বনে গেছেন অনেকে। সম্প্রতি, ভুবন বাদাইকারের ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স সংস্করণটি এতটাই ভাইরাল হয়েছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সাথে সেলিব্রিটিদের এই গানে নাচতে দেখা গেছে। সম্প্রতি একটি খুব মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওটির ‘ছোরি পাটাতা হ্যায়’ সংলাপে মিউজিক টাচ দিয়ে একটি রিমিক্স ভার্সন তৈরি করা হয়েছে, এটি দেখার পর নেটিজেনরা মজার প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন সাংবাদিক ছাত্রদের সম্পর্কে প্রশ্ন করলে ওই ব্যক্তি বলেন, ‘ছাত্র ইয়ো সব খালি ছোড়ি পাটাতা হ্যায়’। সেই ব্যক্তির এই লাইনগুলিকে সঙ্গীতের ছোঁয়া দিয়ে একটি রিমিক্স তৈরি করেছেন সঙ্গীত সুরকার ও ইউটিউবার ময়ুর জুমানি। যা ইন্টারনেট দখল করে নিয়েছে। লোকেরা এই ভিডিওটি তীব্রভাবে শেয়ার করছে।
এই ভিডিও নিয়ে হাস্যকৌতুকে মেতে আবালবৃদ্ধবনিতা। কেউ কেউ আবার ‘সত্যি কথা’বলে টিপ্পনীও করছে। এই ভিডিও এত তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, যে ইউটিউবে এই রিমিক্স গান আর আসল ভাইরাল ভিডিওর ভিউজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও অবধি ৮৫ লক্ষের ও বেশি মানুষ দেখে নিয়েছেন এই গানের ভিডিও আর নিয়েছেন কৌতুকের রসভরা আমেজ।
এই ভিডিওটি দেখার পর একজন তার প্রতিক্রিয়া দিয়ে লিখেছেন, আমি এটি দেখার পরে নিজেকে হাসি থামাতে পারি না, অপর একজন লিখেছেন, যখন একজন ব্যাকবেঞ্চার একজন সঙ্গীতশিল্পী হয়ে ওঠেন। একইভাবে, আরেকজন লিখেছেন, ব্যাকবেঞ্চার্স কিংবদন্তি ছাত্রের জন্য সবচেয়ে অনন্য গান। আপাদমস্তক এই ভিডিওর রসে মজে আছেন সকলে, সেকথা আর বলে দিতে হয়না।
আরও পড়ুন সাফল্যের শীর্ষ স্থান থেকে এক ধাক্কায় নিচে পড়ে যান সুস্মিতা সেন, রইল কারণ
আরও পড়ুন Uttar Pradesh Election : সমাজবাদী পার্টি পাকিস্তানের! নির্বাচনী হাওয়া উত্তরপ্রদেশ এখন যোগীময়