গেম খেলার সময় ঘটল বিপত্তি! ২৮ বছরে যুবকের পশ্চাতে সাপের আঘাত, ঘটনায় চাঞ্চল্য

মন্টি শীল, কলকাতা : অনেক সময়ই, বাড়ির গুরুজনদের বলতে শোনা যায়, চলাফেরা সময় সাবধানতা অবলম্বন করতে। কোথাও অচেনা স্থানে অথবা কোথাও বসবার আগে ভালো করে দেখে নেওয়া। কিছু ক্ষেত্রে এই সাবধানতার বার্তা মান্যতা দিলেও বেশির ভাগ জনই বাড়ির গুরুজনদের এই বার্তা কার্যত নাকচ করে দেন। কিছুটা যেমন ঘটেছে এই ২৮ বছর বয়সী যুবকের সঙ্গে। যার ফলে তাকে রীতিমতো মৃত্যুরও সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি আমাদের মধ্যে একটা অভ্যাস খুব দেখা গিয়েছে। আর তা হল হাতে মোবাইল ফোন নিয়ে টয়লেটে প্রবেশ।

মালয়েশিয়ান (Malaysian) যুবক সাবরি তাজালি (Sabri Tazali) এই রকমই এক বদঅভ্যাসের শিকার হয়েছিলেন। দুর্ঘটনার দিন ওই যুবক তার মোবাইল ফোন সমেত টয়লেটে প্রবেশ করেন। জানা গিয়েছে, সেই সময় তিনি মোবাইল গেমস-এ (Mobile games) ব্যস্ত ছিলেন। আর সেদিকে মন দিয়েই যুবক তার প্রসাধনের কাজ সম্পূর্ণ করছিলেন। এমন থাকতেই এক সরীসৃপ যুবকের নিতম্বে দুটি বিষাক্ত দাঁত বসিয়ে দেয়। কিন্তু সেই যুবক তার কাজে এতটাই ব্যস্ত হয়ে উঠেছিল যে সে সেই মুহূর্তে টের পাননি যে তার সঙ্গে একটা এত বড় কান্ড ঘটে গিয়েছে।

26c61

আরও পড়ুন ….প্লেন চালাতে চালাতেই গভীর প্রেমে মত্ত বিমান চালক! মধ্য আকাশেই স্ত্রীয়ের সঙ্গে চলল রোমান্স
আরও পড়ুন ….প্রতিবাদের অভিনব পন্থা! শাহরুখ ও অজয়কে পাঁচ টাকার মানি অর্ডার ধারকানের

তবে সেই ক্ষতর আঘাত সেই মুহূর্তে বুঝতে না পারলেও ঘটনার দু-সপ্তাহ পর ধীরে ধীরে বুঝতে পারেন যে কিছু একটা ঘটেছে। সেই সময় ক্ষতস্থানটির পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন সেই স্থানে এক সরীসৃপ আঘাত করেছে। ঘটনার মুহুর্তের পর একটি দাঁত নিজে থেকে বেরিয়ে এলেও একটি দাঁতের অর্ধেক অংশ তার নিতম্বে গেঁথে থাকে। ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়ায় যুবকের স্থানীয় এলাকাবাসীদের মধ্যে। এমনকি ঘটনা রটে যায় নেট দুনিয়াতেও।


আরও পড়ুন ….মানুষ হয়ে উঠলেন আস্ত কুকুর! ১২ লক্ষ টাকা দিয়ে আজব শখ পূরণ জাপানি যুবকের

যদিও এই ঘটনা প্রসঙ্গে যুবকের তরফে জানা গিয়েছে, ‘এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল গত মার্চ মাসে। ঘটনার দিন তিনি তার মোবাইল ফোনে গেম খেলতে খেলতে টয়লেটে মল ত্যাগ করছিলেন। প্রায় পনেরো মিনিটের বেশি সময় তিনি সেখানে কাটিয়েছেন কিন্তু প্রথমে কিছু বুঝতে পারেননি। খানিক বাদে এক সরীসৃপ তার নিতম্বে কামড় বসিয়ে আটকে থাকে। সে ছাড়ানোর চেষ্টা করলেও না পেরে, শেষ মেষ দরজা ভেঙে সাহায্যের জন্য বেরিয়ে আসেন। সেই মুহূর্তে কিছু অনুভূতি না হলেও পরে বুঝতে পারেন তার নিতম্বে এখনও সেই সরীসৃপের দাত আটকে রয়েছে। তবে ঘটনার পর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেসকিউ দল সাহায্যের জন্য এগিয়ে আসে। জানা গিয়েছে, সরীসৃপটি খুব একটা বিষধর ছিল না। বিষধর হলে যে যুবককের বিপদ আসন্ন ছিল তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button