প্রচন্ড বৃষ্টিতেও মন্দিরে পুজোয় ব্যস্ত বৃদ্ধ, ভক্তির এই নজির দেখে হতবাক নেটপাড়া

বর্তমান যুগে দাঁড়িয়ে প্রতিটি মানুষই নিজের ফোনের পিছনে অধিক সময় অতিবাহিত করে। সারাদিনের কাজকর্মের পর সোশ্যাল মিডিয়ার পিছনেই নিজের বাকি সময় অতিবাহিত করতে পছন্দ করে এখনকার সমাজের মানুষরা। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় বহু মজার ভিডিও যা দেখে মানুষ আনন্দ পেয়ে থাকে। কখনও পশুপাখি আবার কখনও বা অন্য ব্যক্তিদের নিয়ে বানানো এই ভিডিও গুলি রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর ভিডিওর সাথে অনেক সময় ভাইরাল হয় সে সকল মানুষ গুলিও। আর সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে একজন ব্যক্তি অবাক করেছে সকল মানুষকে।

পূর্বেও অনেক ব্যক্তিই সোশ্যাল মিডিয়া ভিডিওর দ্বারা সর্বত্র জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের মধ্যে রানু মন্ডল, এবং বাদাম কাকুর নাম না বললে চলে না। এই দুই ব্যক্তিত্বই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া ভিডিও দ্বারা। আর সেই দলেই নাম লিখিয়েছে আরেক বৃদ্ধ ভদ্রলোক। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার কর্মকান্ড দেখে অবাক হয়ে গিয়েছিল নেট ব্যাবহারকারীরা। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

img 20220501 220209

বিগত কয়েকদিন ধরেই বাংলায় বেড়েছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ। আর এত গরমের মধ্যে বৃষ্টির আশায় মুখ চেয়ে বসেছিল বাংলার প্রতিটি মানুষ। তবে এরপর অবশ্য গতকাল থেকে ঝড়ো হাওয়া দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বঙ্গবাসীরা। আর এসব কিছুর মাঝেই এক বৃদ্ধ ব্যক্তি নিজের কর্মকাণ্ডের দরুন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।একটি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে এক বয়স্ক ব্যক্তিকে। ভিডিওটিতে দেখা গেছে যে, প্রচন্ড বৃষ্টি হওয়া সত্বেও সেই ব্যক্তি রাস্তার ধারে একটি শনি মন্দিরের সামনে পুজো করায় মগ্ন রয়েছেন ( old man doing puja in rain video ) । প্রচন্ড বৃষ্টির ফলে তার সমস্ত শরীর ভিজে গেলেও ঈশ্বর ভক্তিতে ভরপুর ছিল সেই বৃদ্ধ ব্যক্তির মন। আর এই দৃশ্য দেখেই হতবাক হয়ে গিয়েছিলেন সকল মানুষ।

img 20220501 220054

এইরূপ ভিডিওটি পোস্ট করার কয়েক মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সকল নেট ব্যবহারকারীরা সেই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ভিডিওটি পোস্ট করে পোস্টদাতা নিচে লিখেছিলেন যে সেই শনি মন্দির টি নাকি তাদের বাড়ির সামনেই অবস্থিত। আর প্রতি শনিবার ওই বৃদ্ধ ভদ্রলোক সে শনি মন্দিরে সন্ধ্যাবেলায় পুজো দিতে উপস্থিত হন। তবে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও ঈশ্বরের প্রতি তার ভক্তি অব্যাহত রয়েছে। এছাড়াও পোস্টদাতা আরও বলেন যে তিনি কোনো ব্রাহ্মণও নন। তবুও নিষ্ঠার সাথে পুজো করেন তিনি। এরপর পোস্টদাতা ভগবানের কাছে সেই বৃদ্ধ ব্যক্তির মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন: জ্বলে পুড়ে ছাই! এই এপ্রিলে ১২২ বছরে সর্বোচ্চ তাপমাত্রা কাটিয়েছে বাঙালি

ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই শুরু হয় লাইক এবং কমেন্টের ঝড়। কমেন্ট এর মাধ্যমে সকলেই সেই ব্যক্তির কর্মকাণ্ড সম্পর্কে নিজেদের অভিমত ব্যক্ত করতে থাকেন। একজন ব্যক্তি দেখেন যে উনি আদতে ব্রাহ্মণ না হলেও কর্মগুণে উনি ব্রাহ্মণ বটে। এছাড়াও গোটা কমেন্ট বাক্স জুড়ে তার ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে বহু মানুষ বহু কথা বলেন। এক কথায় তার প্রশংসাই করেন নেট ব্যাবহারকারীরা।

আরও পড়ুন: প্রধান শিক্ষক ও পিওনের মাঝে ধুন্ধুমার, লাঠি উঁচিয়েই চলছে মারপিট, ভিডিও দেখে অট্টহাসি নেটপাড়ায়




Leave a Reply

Back to top button