সামাজিক মন্তব্যের খেসারত দিতে হল ছাত্রকে! সোশ্যাল মিডিয়া হ্যাঁকের পরেও মিলল না আইনি সহায়তা

মন্টি শীল, কলকাতা : আমাদের দেশে এমন অনেক ব্যক্তিত্বই রয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সামাজিক বিষয় নিয়ে প্রকাশ্যে আওয়াজ তুলেছেন। যার ফলে কিছু ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে আজ একজন যুবকের কথা বলব সে রীতিমতো আমাদের দেশের ধর্মীয় বিষয় নিয়ে কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, ইনি হলেন প্রশান্ত ঢালি। ইনি বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয় থেকে সংস্কৃত বিষয়ে পি এইচ ডি করছেন।
তবে শুধু মাত্র পড়াশোনাই নয় তার সঙ্গে সঙ্গে এই যুবক ভারতবর্ষের ধর্মীয় আচার আচরণ এবং তার বিধি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বারংবার আওয়াজ তুলেছেন। যার জেরে সোশ্যাল মিডিয়াতে এই পড়ুয়াকে যেমন প্রসংশা কুড়োতে দেখা গিয়েছে তেমনি তার অপর দিকে নেটিজেনদের তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে প্রশান্ত কে। যেমন উদাহরণ স্বরূপ বলা যায়, সম্প্রতি এই যুবক তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, যাতে বলা ছিল ‘সৌদি আরবে শুরু হতে চলেছে রামায়ণ এবং মহাভারতের পাঠক্রম’। যা সামনে আসার পর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে যায় এই পোস্ট। বিভিন্ন মহল থেকে আসতে থাকে প্রসংশা বার্তা।
আরও পড়ুন ….টাকার অভাবে ছাড়তে হয়েছে স্কুল! তরমুজ বিক্রি করে কোনমতে দিন কাটাচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র
আরও পড়ুন ….নুসরতের সাথে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন মেয়ে! জানুন হিরো আলমের নতুন প্রেমিকার পরিচয়
আবার অপর দিকে এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রশান্ত ‘সেকুলারিজম’ এবং ‘অক্ষয় তৃতীয়া কী?’ এই সংক্রান্ত বিষয়ে নিয়ে যখন প্রশ্ন তোলেন তখন তীব্র কটূক্তির শিকার হতে হয় তাকে। এমনকি মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে শুরু করে ভারতের বিভিন্ন সাম্রাজ্যবাদী ইতিহাসের সঙ্গে তুলে এনেছিলেন কাশ্মীরী পন্ডিতদের হত্যার প্রসঙ্গ। এমনকি তুলেএনেছিলেন ভারতের স্বাধীনতার প্রাক্কালের ইতিহাসকেও। ইউটিউবে এই ভিডিও সম্প্রচারিত হওয়ার পর সমাজের একটা অংশ জুড়ে প্রসংশার তুলেছিলেন এই যুবক। কিন্তু কথায় আছে, ভালো জিনিসের মূল্য কজনই বা দিতে পারে!
আরও পড়ুন ….‘বাপ বাপ হোতা হ্যায়’! মহেশ বাবুকে কটাক্ষ ‘মাচো ম্যান’ সুনীল শেট্টির
সংস্কৃত পড়ুয়া একদিন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বললেন তার এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তার মূলত বক্তব্য, ‘তিনি এক বিশেষ ধর্মাবলম্বী সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখেন। তাই হয়তো কারোর অপছন্দের কারনে এই কাজ করা হয়েছে বলে তিনি জানান।’ যদিও এই ঘটনা ঘটার পরবর্তী সময়ে আইনি সহায়তার জন্য কলকাতা পুলিশের কাছে দ্বারস্থ হন। কিন্তু সেখান থেকেও তাকে খালি হাতে ফিরতে হয়েছে।
গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ে পাঠরত প্রশান্ত ঢালি শুধু মাত্র সোশ্যাল মিডিয়াতেই জনপ্রিয় নন। তার সঙ্গে সঙ্গে বিনোদন জগতেও তিনি বেশ বিখ্যাত। সম্প্রতি তাকে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা গিয়েছিল।
শুধু তাই নয়, জি বাংলার রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এক বিশেষ এপিসোডে মায়ের সঙ্গে দেখা গিয়েছিল প্রশান্ত ঢালিকে। সেখানে তার মা জানিয়েছেন, কীভাবে ফুচকা বিক্রি করে, হাজারো প্রতিকূলতা কে জয় করে বড় করে তুলেছেন প্রশান্তকে।
তবে সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রশান্ত ঢালি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হ্যাক হওয়া নিয়ে বেশ চিন্তিত রয়েছেন। কারণ, এতটা সময় কেটে গেলেও কেটে যাওয়ার পরেও এই ঘটনার কোনও সুরাহা ঘটেনি। আর তিনি এখনও পর্যন্ত কোনও আইনি সহায়তা পাননি। তবে তিনি ঘনিষ্ঠ মহলে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো তার এই সমস্যার সমাধান হবে।