বসন্তের রঙে রঙিন রানু মণ্ডল! মন খুলে গাইলেন ‘মুঝে পিয়া ঘর জানা থা’

রানাঘাটের (Ranaghat) স্টেশন থেকে তাঁর পরিচিতি পাওয়ার শুরু। কার কথা বলছি বুঝতে পারছেন? হ্যাঁ তিনি হলেন রানু মন্ডল (Ranu Mondal)। ‘এক প্যায়ার কা নাগমা হে’ গান দিয়েই সকলের কাছে পরিচিতি পেয়েছিলেন। এরপর অতীন্দ্র নামের এক যুবকের হাত ধরে পৌঁছে গেছিলেন মুম্বাইয়ের (Mumbai) স্টুডিওতে। আর সেখানে গিয়ে গান রেকডিংও করেন। অল্প সময়ের মধ্যেই পেয়েছিলেন জনপ্রিয়তা। কিন্তু তা ক্ষনিকের জন্য। 

সোশ্যাল মিডিয়ার খ্যাতির পাশাপাশি রানু (Ranu Mondal) বাস্তবজীবনেও খুব কম সময়ে সেলিব্রিটি হয়ে ওঠেন। মুম্ব‌ইয়ে গিয়ে গান গাওয়ার সুযোগ লাভ করেন তিনি। প্রখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া তাঁর সঙ্গে রানুকে (Ranu Mondal) ডুয়েট গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠান ও রিয়েলিটি শোয়ের মঞ্চে রানুর (Ranu Mondal) দেখা মিলতে থাকে। তবে তাঁর উল্টোপাল্টা কথা ও অদ্ভুত আচরণ আস্তে আস্তে তাঁর জনপ্রিয়তা কমিয়ে দিতে হবে‌। রানুকে (Ranu Mondal) আবার ফিরে আসতে হয় তাঁর রানাঘাটের বাড়িতে।

তবে সম্প্রতি রানুর (Ranu Mondal) এক অন্য ধরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চারপাশে এখন লেগেছে রঙের ছোঁয়া, বসন্ত উৎসব বা হোলিকে কেন্দ্র করে সব মানুষই রঙ দিয়ে নিজেদের রাঙিয়ে তুলেছেন, বাদ যাননি রানু মন্ডল‌ও। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে রানুকে লাল-হলুদ শাড়ি, গলায় ফুলের তৈরি মালা,কানে ফুলের কানের দুল ও মাথায় ফুলের তৈরি টিকলি পরে দেখা গিয়েছে। এর সাথে ঠোঁটে লাল লিপস্টিক ও মুখে বেশ ভারী মেকআপে তাঁর দেখা মিলেছে।

এইরকম সাজে সেজে রানু খালি গলায় জনপ্রিয় হিন্দি গান ‘মুঝে পিয়া ঘর জানা থা’ গেয়েছেন। বরাবরের মতোই ঠিকঠাক সুরে রানুর গলায় এই গান শোনা গিয়েছে। ভাইরাল হ‌ওয়া এই ভিডিওতে পজিটিভ ও নেগেটিভ দুইরকমের কমেন্ট‌ই সমানভাবে করা হয়েছে। কেউ বিরক্তি প্রকাশ করে লিখেছেন,’ও একটা পাগল। কিন্তু ওকে নিয়ে এই ভিডিওগুলো করছে তাদের কি বলবো?’ আবার কেউ লিখেছেন,’ওরে সর্বনাশ, সর্বনেশে সাজ, কিন্তু গানটা ভালো লাগলো।’

বর্তমানে আর কোথাও গান গাওয়ার জন্য ডাক পান না রানু‌। কিন্তু মাঝেমধ্যেই কোনো ইউটিউবার বা অন্য কেউ রানুর বাড়িতে হাজির হয়ে থাকেন। রানুর সাথে কথোপকথনের বা রানুর গাওয়া গানের ভিডিও তাঁরা পোস্ট করে থাকেন। সেইসব ভিডিওতে প্রায়‌ই রানুকে অসংলগ্ন কথাবার্তা বলতে শোনা যায়। প্রত্যেকটি ভিডিও ভাইরাল হলেও রানুর উদ্দেশ্যে প্রচুর নেগেটিভ কমেন্টে ও ট্রোলিং করা হয়। অধিকাংশ মানুষেরই রানুর কথাবার্তা শুনে মনে হয় তিনি মানসিকভাবে অসুস্থ। 

মুহূর্তের মধ্যেই রানু মন্ডলের এই গান ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। মানুষটি ব্যক্তিত্বের দিক দিয়ে যেমনই হোক না কেন তাঁর গানের গলা যে সত্যিই অসাধারণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি যদি সঠিক ভাবে গানের তালিম পেতেন তাহলে আজ হয়তো বড় বড় শিল্পীদের পাশে তাঁর নাম উজ্জ্বল অক্ষরে লেখা হতো। 

আরও পড়ুন কর মুক্তির লড়াই, কর-‌ছাড়ে কাশ্মীর ফাইলস, ক্ষোভে ঝুন্ড প্রযোজক

আরও পড়ুন মিস্টার অ্যান্ড মিসেস ম্যাক্সওয়েল, আইপিএল এর আগেই তড়িঘড়ি বিয়ে অসি তারকার




Leave a Reply

Back to top button