লাল শাড়ি, মাথায় জবা গুঁজে ছেলের বয়সী যুবকের সঙ্গে জোর নাচ রানু মন্ডলের! ভাইরাল ভিডিও

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা তথা বাঙালি দর্শকদের কাছে বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত হয়ে উঠেছে বাংলা সিনেমা। যাকে ঘিরে সিনেমা প্রেমিদের মনে উৎসাহের অন্ত নেই। আর এর এক অন্যতম কারণ হল টলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেলাশুরু’ (Belashuru)। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক যুগল শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত এই সিনেমা বক্স অফিসে বেশ ঝড় তুলেছে। তবে সিনেমা তো রয়েছে একদিকে, কিন্তু তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে এই সিনেমারই গান ‘ইনি বিনি টাপা টিনি’ (Tapa Tini)। এই গানটি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছে।
ইতিমধ্যেই সিনেমার এই জনপ্রিয় গানটিকে কেন্দ্র করে একাধিক ভিডিও এবং রিলস চোখে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই বার এই গানে কোমর দোলাতে দেখা গেল সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেনসেশন রানু মন্ডলকে (Ranu mondol)। সম্প্রতি রানু মন্ডলের এক ভিডিও নেট দুনিয়াতে লক্ষ্য করা গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে রানু মন্ডল এক ইউটিউবারের একান্ত অনুরোধে ‘বেলাশুরু’-র এই গান ‘টাপা টিনি’-তে নাচ করছেন। ভিডিও মারফত দেখা গিয়েছে, তার পরনে রয়েছে একটি লাল রঙের শাড়ি এবং তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ।
মাথায় গোলাপ, জুঁই ফুলের বদলে রয়েছে লাল টকটকে জবা ফুল। যদিও ভিডিওতে তাকে একা দেখা যায় নি। তার সঙ্গী হিসেবে ছিলেন রানু-র হাঁটুর বয়সি এক যুবক। তারও পরনে ছিল গানের সঙ্গে মানানসই পোশাক। নেট দুনিয়াতে এই ভিডিও শেয়ার করা মাত্রই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। এমনকি এই ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে একাধিক কমেন্ট আসতে থাকে নেটিজেনদের পক্ষ থেকে। তবে প্রসংশার তুলনায় তীব্র কটূক্তি স্থান করে নেয় তার কমেন্ট বক্স। কিন্তু কটূক্তির করার সঙ্গে সঙ্গে রানু মন্ডলের ভিডিওটি দেখা মাত্রই রীতিমতো হেসে লুটোপুটি খেয়েছেন সমগ্র নেট দুনিয়ার বাসিন্দারা।
সাধারণত নেট দুনিয়ার এই ভাইরাল সেনসেশন রানু মন্ডল সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। যদিও তার অন্যতম কারণ হল, কখনো কখনো তিনি কোনও বিতর্কিত মন্তব্য করে, আবার কখনও বিতর্কিত ভিডিওর মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে, এই রানু মন্ডল বাংলাদেশের জনপ্রিয় তারকা হিরো আলমের সঙ্গে যুগল বন্দি করেছেন। তারপর আবার দেখা গিয়েছে, একদম কনের সাজে কাঁচাবাদাম গান করছেন। শোনা যায়, এই রানু মন্ডলকে কেন্দ্র করে ভাইরাল ভিডিও বানানোর জন্য একাধিক ইউটিউবাররা তার বাড়িতে হরদম আশা যাওয়া করেন। যার দরুন এই ইউটিউবারের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে রানু মন্ডলের। তবে এই ধরনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের কটূক্তি করার সুযোগ তৈরি হলেও, নেট দুনিয়ার বাসিন্দাদের কাছে এক নতুন হাস্যরস এর উপস্থাপন করা যাচ্ছে তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।