ইচ্ছাশক্তি! তিলে তিলে জমানো ১ টাকার কয়েন দিয়েই লাখ টাকার বাইক কিনল যুবক

বিক্রম মণ্ডল  কলকাতা: এ যেন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরির গল্প। স্বপ্ন ছিল বাইক কেনার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল তামিলনাড়ুর (Tamil Nadu) সালেমের (Salem) এক যুবকের। তবে একটু অভিনব কায়দায়। শখের কিছু কেনার জন্য টাকা জমায় মানুষ। তবে সালেমের এই যুবক পছন্দের বাইক কেনার জন্য টাকা নয়, জমিয়েছিলেন এক টাকার কয়েন (Bought Bike with Re 1 coins)।স্বপ্ন সফল করার জন্য মানুষ কী না করতে পারে! তামিলনাড়ুর সালেমের এক যুবক নিজের স্বপ্নের বাইক কেনার জন্য ১ বছর ধরে ১ টাকার কয়েন জমিয়েছেন। শনিবার ওই ১ টাকার কয়েন দিয়ে ২.৬ লক্ষ টাকার স্বপ্নের বাইক কিনেছেন তিনি।

যুবকের নাম ভি বুবাথি (V Boobathi)। গত তিন বছর ধরে এক টাকার কয়েন জমাচ্ছিলেন তিনি  (V Boobathi)। তাঁর সেই জমানো কয়েন নিয়ে গত শনিবার সালেমের  (Salem) একটি বাইকের শোরুমে যান তিনি। সেখানে গিয়ে এক টাকার কয়েনের বিনিময়ে কিনে ফেলেন তাঁর পছন্দের মডেল বাজাজ ডোমিনার (Bajaj Dominar)। তবে সমস্যায় পড়তে হয়েছিল শোরুমের কর্মীদের। এক টাকার কয়েন থেকে ২.৬ লাখ টাকা সংগ্রহ, মুখের কথা নয়। কিন্তু খদ্দের চাইছেন, কিছু করার নেই। তাই মেঝের উপর কয়েনের ব্যাগ উপুড় করে দিয়েই গুনতে বসে পড়লেন শোরুমের কর্মীরা। বুবাথির তিন বছরের সঞ্চয় গুনতে সময় লেগে গেল প্রায় ১০ ঘণ্টা।

tamil boy bike 1
tamil boy bike 1

ভারত এজেন্সির এক কর্মকর্তা জানান, এক টাকার কয়েনের স্তূপ থেকে ২.৬ লক্ষ টাকা গুণে বের করতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিল শোরুমের কর্মীদের। বুবাথি একজন বিসিএ স্নাতক৷ চার বছর আগে একটি ইউটিউব চ্যানেল শুরু করার আগে একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন তিনি। ৩ বছর আগে একটি বাইক কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি৷ কিন্তু তখন বাইকের দাম ছিল ২ লক্ষ টাকা৷ অত টাকা তাঁর কাছে টাকা ছিল না৷ তাই তখন থেকে টাকা জমাতে শুরু করেন তিনি৷ প্রতিদিন ১ টাকার কয়েন দিয়ে তিনি তাঁর পিগি ব্যাঙ্কে ফেলতেন৷ সেই টাকা জমেছে এতদিনে৷ তাই এবার নিজের সাধ পূরণ করলেন তিনি৷

কিন্তু এত কয়েন গোনা কি সহজ কথা? সেই কথা ভেবেই দোকানের ম্যানেজার প্রথমে সাফ জানিয়ে দেন, এইভাবে বাইক কেনা যাবে না। কিন্তু বুবাথির ইচ্ছার কথা ভেবে রাজি হন তিনি। শুরু হয় পাহাড়প্রমাণ কয়েন গোনার কাজ। দোকানের পাঁচ কর্মী এবং বুপাঠি ও তাঁর বন্ধুরা সকলে মিলে টাকা গুনতে শুরু করেন। রাত ৯ টায় শেষ হয় সেই কয়েন গোনা। ১০ ঘণ্টা পরে বুবাথির হাতে আসে সেই বহু প্রতীক্ষিত বাইক  (Bajaj Dominar)।  

আরও পড়ুন দু-‌দুবার ছয়-‌ছক্কার মালিক, মুম্বইকে একাই উড়িয়ে দিলেন ললিত যাদব

নতুন বাইক পেয়ে কী বলছেন যুবক? “তিন বছরেরও বেশি সময় ধরে ইচ্ছে ছিল এই বাইক কেনার। কিন্তু সেই সময়ে এত টাকা ছিল না আমার কাছে। তাই এত দিন ধরে টাকা জমিয়ে বাইক কিনেছি।” বাইকের দোকানের ম্যানেজার জানিয়েছেন, “২ হাজার টাকার নোটে যদি ১ লক্ষ টাকা ব্যাংকে  জমা দেওয়া হয়, তাহলে শুধুমাত্র টাকা গোনার জন্য আলাদা করে দিতে হয় ১৪০ টাকা। ২ লক্ষ ৬০ হাজার কয়েন দিলে ভাবুন ব্যাংক কী বলবে?” কিন্তু গন্ধমাদন পাহাড়-সম এক টাকার কয়েন নিয়ে সেই দোকানে যুবকটি এলেও তাঁকে বিমুখ করেননি সংশ্লিষ্ট দোকানের ম্যানেজার। যুবকটির বাইকের প্রতি ভালবাসাই মোহিত করেছিল সেই ম্যানেজারকে।

আরও পড়ুন আইপিএল নন্দিনি, রহস্যময়ী ললনাকে ঘিরে প্রশ্নের জটাজাল




Leave a Reply

Back to top button