ফের উঠে এলো মধ্যপ্রদেশের শিক্ষার দুরাবস্থার চিত্র

ক্লাস নিতে এসে শিক্ষক নাক ডেকে ঘুমোচ্ছেন। সুযোগ পেয়েই বাইরে খেলছে ক্ষুদে পড়ুয়ারা

শুভঙ্কর,মধ্যপ্রদেশ: বাংলার শিক্ষার পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থার বিরোধিতা মাঝেমধ্যেই করতে দেখা যায় রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। দুদিন অন্তর অন্তরই রাজ্যে শিক্ষা দফতরের মধ্যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হেফাজতে নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। তবে শুধু বাংলা নয়, শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র মাঝেমধ্যেই দেখা যায় বিজেপি শাসিত রাজ্যগুলিতেও। সে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ হোক কি শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ‌। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে এবং ভাইরাল হয় গেরুয়া শাসিত রাজ্যে শিক্ষার দুরাবস্থা।

কিছুদিন আগেই উত্তরপ্রদেশের এক স্কুলে একজন শিক্ষিককে মুসলিমবিরোধী মন্তব্য করতে দেখা যায়। এমনকি নিগৃহীত হয় এক মুসলিম ছাত্র। এই ঘটনা ইন্টারনেট জগতে ছেয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল যোগী সরকারকে। নেটিজেনদের নিন্দা থেকে বিরোধীদের নিন্দা সবকিছুরই মুখোমুখি হতে হয় সেই রাজ্যের সরকার, অর্থাৎ বিজেপিকে। এবার শিক্ষা ব্যবস্থার করুন হাল উঠে এলো আরেক বিজেপি শাসিত রাজ্য থেকে। আর সেটি হলো শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ। তবে বলে রাখা ভালো, এই ক্ষেত্রে পড়ুয়াদের ধর্ম নিয়ে উষ্কানীমূলক বক্তব্য নয়। কিন্তু তবুও যেই চিত্র উঠে এলো, সেটাও খুব একটা সুদৃশ্য নয়।

Education,Madhya Pradesh,Viral Video,Shivraj Singh Chauhan

কি এমন ঘটলো সেই রাজ্যের স্কুলে? ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেহোর জেলার মোগরা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ক্লাস নিতে এসে নাক ডেকে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগ নিয়ে পড়ুয়ারা ক্লাসের বাইরে খেলাধুলা শুরু করে দেয়। এই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় সিং তোমর জানান, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, সেই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। তবে এই ঘটনা মধ্যপ্রদেশে প্রথম নয়। এর আগেও একই রকমের একটি ঘটনা ঘটে ছাতারপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই দৃশ্যেরও চরম নিন্দা করেছিল নেটিজেন থেকে বিরোধী দল সকলেই।




Leave a Reply

Back to top button