শুধুই অন্তর্বাসে রাস্তায় গপগপ করে খেলেন বড়াপাও! উরফির কাণ্ডে মজে নেট নাগরিকরা

উরফি জাভেদ (Urfi Javed) । ইদানিং ঘুরে ফিরে আসছে এই নামটা। তিনি কি বিশাল বড় ফিল্ম স্টার? তিনি ফ্যাশন ডিভা? কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? না, তিনি আপাতত কোনওটাই নন। তবে হ্যাঁ, তাঁকে সোশ্যাল মিডিয়া সেনসেশন বলা যেতে পারে। আর এই সেনসেশন তিনি প্রতি দিন তৈরি করেন তাঁর উদ্ভট পোশাক, কন্ট্রোভার্শিয়াল মন্তব্য এবং আজব কাণ্ড কারখানার জন্য।

চমকের পর চমক। আর সেই চমকের ওপর নাম উরফি জাভেদ  (Urfi Javed) ।পোশাক বিতর্কের কারণে বরাবরই শিরোনামে থাকেন উরফি জাভেদ  (Urfi Javed) । তাঁর অঙ্গভঙ্গী, শরীরের হিল্লোল চোখ ছানাবড়া করে দেয় নেট-নাগরিকদের। তবে, এবার যা করলেন, তার জন্য বেশ সাহস লাগে। অতি সাহসী অন্তর্বাসে কোনওমতে লজ্জা আড়াল করে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী উরফি জাভেদ  (Urfi Javed) । তারপর মাঝরাস্তায় দাঁড়িয়ে প্রায় গপগপ করে খেলেন বড়াপাও। সেই ভিডিও  (Urfi Javed Viral Video) এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

photo6199441596064313667
photo6199441596064313667

বিগ বস (Big Boss) ওটিটি দিয়ে সকলের নজরে আসেন তিনি  (Urfi Javed) । বিগ বসের  (Big Boss)  ঘরে সেভাবে কিছু করতে না পরালেও ঘরের বাইরে পা রাখার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন। কখনও মুসলিম সমাজকে তুলোধনা করেছেন, কখনও নিজের আত্মহত্যা করতে চাওয়ার প্রবণতা-অবসাদ নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন ‘নিজের ডানা কাটুন’, হরনাজ সান্ধুর মন্তব্যে শোরগোল

‘বিগ বস ওটিটি’  (Big Boss)  খ্যাত উরফি জাভেদ  (Urfi Javed)  তাঁর সাহসী ফ্যাশন সেন্সের জন্য খুব কম দিনেই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন। অভিনেত্রী যখনই ঘর থেকে বাইরে আসেন, তখনই নয়া নয়া অবতারে সকলকে চমকে দেন। আজও তার ব্যতিক্রম হয়নি। ফের অদ্ভূত ধরনের পোশাক পরে বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী উরফি জাভেদ  (Urfi Javed) । পরনে ছিল শুধুই সবুজ রঙা অন্তর্বাস। এরপর গাড়ি থেকে মুম্বইয়ের রাস্তায় নেমে বড়াপাও খান। সেই ভিডিও ইতিমধ্যেই হাজার হাজার নেটাগরিক দেখে ফেলেছেন।

উরফির  (Urfi Javed)  এই ভিডিয়ো দেখে হাঁ নেটবাসী। কারও প্রশ্ন এই মেয়ের ঠান্ডা লাগে না নাকি! তো কেউ সরাসরি জানতে চেয়েছেন, ‘এই মেয়েটা এত গালাগালি খায় পোশাক নিয়ে, তাও লজ্জা হয় না?’ তো কেউ বা উরফির গায়ের রং দেখে মুগ্ধ। এক অনুরাগীর প্রশ্ন, ‘এত ফরসা তুমি!’

সম্প্রতি উরফি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁকে নিয়ে যে ট্রোল হয় তার বেশিরভাগটাই আসে মুসলিম সম্প্রদায়ের থেকে। তাই তিনি ভুলেও কোনওদিন কোনও মুসলিমকে বিয়ে করবেন না। কারণ এরা চায়, নিজের সম্প্রদায়ের মেয়েদের দমিয়ে রাখতে, তাঁদের ওপর বাধানিষেধ চাপিয়ে দিতে।

নিজের সাহসী অবতারের জন্য হামেশাই নীতি পুলিশদের রোষের মুখে পড়েন উরফি। ট্রোলরার রে রে করে উঠেন নায়িকার বোল্ড লুক দেখে। তাতে অবশ্য এতটুকুও বিচলিত নন উরফি।

আরও পড়ুন ইচ্ছাশক্তি! তিলে তিলে জমানো ১ টাকার কয়েন দিয়েই লাখ টাকার বাইক কিনল যুবক




Leave a Reply

Back to top button