ক্যালিফোর্নিয়া-র রাস্তায় ‘ও আন্তাভা’! বেহালা বাদককের অবাক করা সুরে মুগ্ধ নেট দুনিয়া

মন্টি শীল, কলকাতা : গান, মানুষের কাছে বিনোদনের এক ও অন্যতম দুনিয়া। সাধারণত গান শুনতে সকলেই ভালোবাসেন। আর নেট দুনিয়ায় অসংখ্য গান বিনোদনের জন্য মজুদ করা রয়েছে। কিন্তু সেই গান যদি কেউ নিজের প্রতিভার দরুন আরও জনপ্রিয় করে তোলে তবে কেমন হয়। তাও আবার দেশের মাটিতে নয় একেবারে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে। হ্যাঁ, এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। এক খুদে বেহালা বাদক তার বেহালার মাধ্যমে গেয়ে শোনালেন পুষ্পা (Pushpa) সিনেমার জনপ্রিয় গান ও আন্তাভা (O Antava)।

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী ক্যারোলিনা প্রোটসেনকো (Karolina Protsenko) পেশায় একজন বেহালাবাদক (Violinist)। সম্প্রতি নেট দুনিয়াতে এই খুদে শিল্পীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে স্পষ্ট করে দেখা যাচ্ছে, মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া শহরের এক রাস্তার ধারে দাঁড়িয়ে তার বেহালার মাধ্যমে ‘ও আন্তাভা’ (O Antava) পরিবেশন করছেন। আর তাকে ঘিরে মুগ্ধ হয়ে দেখছেন অগণিত দর্শক। জানা গিয়েছে, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই 741k ভিউ পেয়েছে।

28c52

আরও পড়ুন ….মূত্র থেকে তৈরি বিয়ার! সিঙ্গাপুরের আশ্চর্য আবিষ্কারে স্তম্ভিত গোটা বিশ্ব
আরও পড়ুন ….KRK-র বায়োপিক নিয়ে টুইট অভিষেকের, টুইটের অভিনব স্টাইলে হাসির ঝড় নেটপাড়ায়

শুধু তাই নয়, এই পুষ্পা (Pushpa) সিনেমার আরও এক জনপ্রিয় গান ‘শ্রীভাল্লী’-র ও সুর বাজাতে শোনা যায় এই খুদে শিল্পীকে। জানা গিয়েছে, এই আমেরিকান খুদে শিল্পী একজন পেশাদার বেহালা বাদক হিসেবে পরিচিতি গড়ে তুললেও। নেট দুনিয়াতে তিনি একজন ইউটিউবার (Youtube) হিসেবে পরিচিত। যাতে ইতিমধ্যেই লক্ষ্যাধিকেরও বেশি ফলোয়ার্স রয়েছে। আর এই ভিডিও দেখার পর এই সংখ্যা যে পরবর্তী সময়ে আরও বৃদ্ধি পেতে পারে তা শুধু মাত্র সময়ের অপেক্ষা।


আরও পড়ুন ….শুধুই পল্লবী-বিদিশা নয়! আজও রহস্যের চাদরে ঢাকা এই বাঙালি অভিনেত্রীদের মৃত্যু

কিন্তু, ২০২২ এ বক্স অফিসে মুক্তি পাওয়ার দক্ষিণী সিনেমা পুষ্পা (Pushpa) দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সিনেমার অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ের সঙ্গে সঙ্গে তার গান মুগ্ধ করেছিল আপামোর ভারতীয় সিনেমা প্রেমিদের। এমনকি সোশ্যাল মিডিয়াতে এই সিনেমার গানের মাধ্যমে একাধিক রিলস ও বানাতে দেখা গিয়েছে। কিন্তু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে খাস মার্কিন মুলুকের এই গানের জনপ্রিয়তা দেখে মুগ্ধ বিনোদন জগতের একাংশ। এমনকি গর্ব বোধ করছেন ভারতীয় সিনেমা প্রেমিরা। সিনেমার সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে গানের সুদূর প্রসারী ফলাফল দেখে রীতিমতো স্তব্ধ নেটিজেনরাও।




Leave a Reply

Back to top button