একরত্তি মাস্টারশেফ! ঠোঁটের গোড়ায় একেরপর এক মশলার নাম

অহেলিকা দও, কলকাতা : খুদে মাস্টারশেফ ( Masterchef)! আশ্চর্যজনক ভাবে একটা ছোট বাচ্চা ( little boy) নিখুঁত ভাবে উত্তর দিয়ে যাচ্ছে একেরপর এক সমস্ত মশলার ( Spices) নাম, ভুল হচ্ছে না ডাল ( Pulses) চিনতেও। নিজের বাড়ির রান্না ঘরে নয় বরং দোকানে ( store) গিয়ে একেরপর এক থরে থরে সাজানো বয়ামে ( jars) রাখা মশলা দেখে সব চিনে নিয়ে গড়গড় করে বলে দিচ্ছে এই খুদে। এই ছোট ছেলের ( little boy) ক্রিয়াকলাপ ভাইরাল ( viral video) হয়েছে নেট ( internet) মাধ্যমে। তার এই অসাধারণ মনে রাখার ক্ষমতা দেখে অবাক নেটিজেনরা ( Netizens)। অবশ্য যেভাবে একের পর এক মশলা আর ডাল চিনে নিচ্ছিল এই খুদে, তা সত্যিই প্রসংশার ( Praise) যোগ্য।

viral video

ইস্টাগ্রামে ভাইরাল ভিডিও

ইস্টাগ্রামে ( Instagram) ভাইরাল ( viral video) হয়েছে এই খুদের ভিডিও। সোনিকা ভাসিন ( Sonica Vasin) নামের এক ইউজার এই ভিডিও ( viral video) পোস্ট ( post) করেছেন। জানা গেছে, এই ছেলেটির নাম আবির ( Abir)। দোকানে গিয়ে বিভিন্ন শিশি আর প্যাকেটে রাখা এলাচ, তেজপাতা এবং দারুচিনি সবকিছুই চিনে নিচ্ছিল সে। বড় আর ছোট এলাচের পার্থক্যও এক নিমেষে বুঝে যায় এই আবির। সমস্ত মশলা থেকে শুরু করে ডালের নাম গড়গড় করে ইংরেজিতে বলে দিচ্ছে সে। এখানেই শেষ নয়। কাচের বয়ামে রাখা মুসুর ডাল আর ছোলার ডালও এক দেখাতেই চিনে নিয়েছে এই ছোট আবির। অনেক গৃহিণীর হয়তো এতটা জানা নেই যা এই বয়সে এই ছোট আবির জানে। এই মনে রাখার ক্ষমতা দেখে অবাক সকলেই।

ভিডিয়োর ভিউ

আবির আবার মুদি দোকানে যেতে খুব ভালোবাসে। দোকানের বেশিরভাগ জিনিসপত্রের নাম জানে সে। ভিডিওতে (viral video) দেখা গেছে একজনের কোলে এই আবির। তাকে জিজ্ঞেসা করা হচ্ছে, কোন মশলার নাম কী?, কোনটা কোন ডাল?। হাসি মুখে সমস্তটা উওর দিচ্ছে সে। এই ভিডিয়ো ভাইরাল ( viral video) হওয়ার পর থেকে ৪ লক্ষেরও বেশি ভিউ ( views) হয়েছে।

আরও পড়ুন…..Viral Video- বলিউডের গানে মত্ত দক্ষিণ আফ্রিকাও, তাক লাগানো ভিডিও

আরও পড়ুন…..Viral Video : সর্বনেশে কান্ড! টাকা দিয়ে খাবার কিনে মাংসের বদলে পাতে পড়ল পুরুষাঙ্গ

ভিডিওর কমেন্ট

ইস্টাগ্রামে এই ভাইরাল ( viral video) হওয়া ভিডিওতে অনেকে অবাক হওয়ার পাশাপাশি বিস্মিত হয়ে এই খুদে আবিরের অনেক প্রশংসাও করেছেন। এছাড়াও কমেন্টে অনেকে লিখেছেন, তাঁরা অনেকদিন রান্না ( cooking) করার পরেও ডাল, মশলা চিনতে অসুবিধা হয়। ছোট্ট আবির কীভাবে সব পরপর চিনে নিচ্ছে তা সত্যিই বিস্ময়ের। এছাড়াও লিখেছেন, নির্ঘাত বড় হয়ে এই ছেলে দারুণ একজন শেফ হবে।




Leave a Reply

Back to top button