কাঁধ বেয়ে জলের মতো নামছে বিশাল অজগর! ভাইরাল ভিডিও দেখে শিউরে নেটিজেনরা

অহেলিকা দও, কলকাতা : সরীসৃপ প্রাণী দেখে ভয় পান না এমন মানুষ খুব কমই রয়েছে। আবার এরকমও মানুষ আছে যারা এদের ভিডিও রীতিমতো সার্চ করে ইন্টারনেটে। নিত্যনতুন সরীসৃপ প্রাণীদের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এরকমই একটা ভয়ংকর ভিডিও ইতিমধ্যে ভাইরাল ( Viral Video ) হয়েছে স্যোশাল মিডিয়ায়।
ভিডিওতে ( Viral Video ) দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার কাঁধে একটি বিশাল অজগর বহন করছেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা তাদের মন্তব্য নিয়ে আসতে শুরু করেছে কমেন্টের মাধ্যমে। ৯ জুন ইনস্টাগ্রামে Snake._.world দ্বারা পোস্ট করা হয়েছিল এই ভিডিওটি, পোস্টটি এখন পর্যন্ত ১৫০০ টিরও বেশি ভিউ অর্জন করেছে৷ একজন ব্যক্তি বিশাল অজগরটিকে তার কাঁধে করে মনে হয় চিড়িয়াখানার মতো এমন একটি অন্দর স্থানের অন্য কোনও ঘরে নিয়ে যাচ্ছে।
সবচেয়ে অবাক বিষয় ( Viral Video ) হল বিশাল সাপটিকে একজন সাধারণ মানুষ বহন করছেন যাকে মনে করা যেতে পারে একজন চিড়িয়াখানার কর্মী। এছাড়াও দেখে মনে হচ্ছে তার কাছে এটা একটা নিয়মিত ব্যাপার এবং লোকটা এই কাজ ভালো করেই জানে।
View this post on Instagram
একটু রিসার্চ করে জানা গেছে লোকটি আর কেউ নন বিখ্যাত একজন জু-কিপার। তার নাম জে ব্রুয়ার। ইনস্টাগ্রামে তিনি বিভিন্ন ধরনের সাপ এবং কুমিরের মতো সরীসৃপের ছবি এবং ভিডিও পোস্ট করেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে দেখা যাবে ভিডিওতে ভরা।