জামাই সেনায়, ভিডিও কলেই জামাইষষ্ঠী সারলেন শাশুড়ি! ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

উৎসবে অনুষ্ঠানে বাঙালিদের জুড়ি মেলা ভার। বাংলা মানেই বারো মাসে তেরো পার্বণ। একের পর এক উৎসব লেগেই থাকে গোটা বাংলা জুড়ে। আরে সকল উৎসব-পার্বণে সারাবছর মেতে থাকে সকল বাঙালিরা। বাঙালিদের বিভিন্ন উৎসবের মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান হল জামাই ষষ্ঠী। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসে পালিত হয় জামাইষষ্ঠী। মূলত জামাইদের মঙ্গলকামনাই হল এই উৎসবের প্রধান উদ্দেশ্য। আর এর জন্যই এই অনুষ্ঠান বাংলার প্রতিটি ঘরে মহা ধুমধামে পালন করা হয়। আর এই অনুষ্ঠানে জামাই আদরে কোন কমতি রাখেনা তাদের শাশুড়িরা।
তবে যারা নিজেদের জীবিকার জন্য বা অন্যান্য অনেক কারণে রাজ্য বা দেশের বাইরে থাকে, তারা রীতিমতো এই অনুষ্ঠানের দিন নিজেদের শ্বশুরবাড়িতে উপস্থিত থাকতে পারেন না। ফলে তারা এসব আচার-অনুষ্ঠান থেকেও বাদ পড়ে যায়। কিন্তু তা বলে কি জামাইয়ের মঙ্গল কামনা সম্ভব না? একদমই তা নয়। আজকের এই যুগে দাঁড়িয়ে মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়েই ভার্চুয়ালি ভাইফোঁটা, রাখিবন্ধন পালন করে এসেছে। আর এবার জামাইষষ্ঠীও সম্পন্ন হতে দেখা গেছে ভার্চুয়ালি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সেনাবাহিনীতে কর্তব্যরত থাকায় এক সৈনিক জামাইষষ্ঠীর মতো বিশেষ দিনে শ্বশুরবাড়িতে উপস্থিত থাকতে পারেননি। আর এমতাবস্থায় দেখা গেছে ভিডিও কলের মাধ্যমেই জামাইষষ্ঠী সম্পন্ন করেছেন সেই সৈনিকের শাশুড়ি ( Viral video of Mother in law did jamai shashthi by video call ) । সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছাড়ার নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। যা দেখে নেটিজেনরাও আপ্লুত হয়েছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা গেছে যে, ভিডিওকলের মাধ্যমেই জামাইয়ের মঙ্গল কামনা করেছেন তার শাশুড়ি। আর তার জন্যই সমস্ত আচার-অনুষ্ঠান মেনেই ষষ্ঠীর পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। স্ত্রীর হাতে থাকা মোবাইলে ভিডিও কলেই সেই সকল ঘটনা লক্ষ করেছেন সেই সৈনিক। এরপর দেখা যায় ভিডিও কলের মাধ্যমেই জামাইকে মিষ্টি খাওয়ান শাশুড়ি। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলের মাধ্যমেই জামাই ষষ্ঠীর সকল আচার এই ভাবেই পালন করেছিলেন তারা।
আর এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর থেকে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে ভিডিওটির লাইক এবং কমেন্টের সংখ্যাও বেড়ে চলেছে। পাশাপাশি বাড়ছে ভিউও। ইতিমধ্যে দেখা গেছে প্রায় ৩০ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং ২ লক্ষ ৮ হাজার জন লাইক করেছেন ভিডিওটিতে। ভিডিওটি দেখে অনেকেই অনেক ধরনের কমেন্টও করেছেন। একজন বলেন ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। আবার আরেকজন কমেন্ট করেন যে ভিডিওটি দেখে সত্যিই তার মন ভরে গিয়েছে।