পড়াশোনা বন্ধ! বই-খাতা ফেলে সুন্দরী শিক্ষিকার সঙ্গেই নাচে মত্ত এই বিদ্যালয়ের পড়ুয়ারা

বর্তমানে শিক্ষকতা কেবল চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিভিন্ন বিদ্যালয় দেখা যায় শিক্ষকরা কেবল আসেন, পড়ান, এবং চলে যান। বেশকিছু শিক্ষক এমন আছেন যারা খুবই কঠোর আচরণ করেন পড়ুয়াদের সঙ্গে। এতে করে পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক সঠিকভাবে গড়ে উঠতে পারে না। শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তা পড়ুয়াদের পড়াশুনো বুঝতে সাহায্য করার পাশাপাশি মানসিক বিকাশও ঘটায়। আর এমনই শিক্ষক এবং পড়ুয়াদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এমনই একটি ঘটনা বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে গোটা ইন্টারনেট জুড়ে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিল্লির এক স্কুলের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে সামার ক্যাম্প-এর শেষ দিনে ওই স্কুলের একজন শিক্ষিকা পড়ুয়াদের সঙ্গে নাচের তালে মেতে উঠেছে ( Viral video of teacher and student dancing in the classroom ) । ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে একটি শ্রেণিকক্ষের ভিতরে তারা কিসমত চলচ্চিত্রের অতি জনপ্রিয় ‘কাজরা মহব্বতওয়ালা’ গানে নৃত্য পরিবেশন করার জন্য সারিবদ্ধ হয়েছে। এত সুন্দর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

 

দিল্লির সেই স্কুলের শিক্ষিকা মনু গুলাটি স্বয়ং ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেই ভিডিওটিতে দেখা গেছে যে সরলরেখায় দাঁড়িয়ে রয়েছে সকল শিক্ষার্থী। এরপর গান চলার সাথে সাথে দাঁড়িয়ে থাকা সেই মেয়েগুলি একে একে নিজেদের অংশ পারফর্ম করছে এবং তারপর ফ্রেম ছেড়ে চলে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সরলরেখায় দাঁড়িয়ে থাকা মেয়েরা একে একে তাদের পার্টস পারফর্ম করছে এবং ফ্রেম ছেড়ে চলে যাচ্ছে। আর এভাবেই কিছুক্ষণ পরেই তাদের শিক্ষককেও দেখা যায় সেখানে। যিনি নিজের ছাত্রদের সঙ্গে সমানভাবে গানের তালে নাচছিলেন।

টুইটারে ভিডিওটি পোস্ট করার পর মনু গুলাটি পোস্টটির ক্যাপশনের জন্য গানের থেকেই একটি লাইন তুলে ধরে লেখেন “ দিল্লি শেহর কা সারা মীনা বাজার লেকে ।” এরপর ভিডিওটি সম্বন্ধে তিনি আরও যোগ করেন যে, সামার ক্যাম্পের শেষ দিনে যদিও তাদের এই নৃত্য প্রদর্শন একেবারেই নিখুঁত হয়নি, কিন্তু তবুও সেই মুহূর্তটিকে তারা খুব আনন্দের সঙ্গে কাটিয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওটি হয়ে গিয়েছে। সমস্ত টুইটার ব্যবহারকারীরা মনু গুলাটির প্রশংসা করতে শুরু করেছেন। একজনের মতে তার মত শিক্ষক খুবই কম দেখতে পাওয়া যায়, অপরজন মন্তব্য করেছেন এটি একটি অনুপ্রেরণামূলক ভিডিও। ইতিমধ্যেই ভিডিওটি ৫ লাখ লোক দেখেছেন।




Leave a Reply

Back to top button