“বাবাই মাকে কুপিয়ে খুন করেছে”, কাঁদো কাঁদো গলায় মায়ের মৃত্যু বয়ান দিল শিশুকন্যা

নিজের স্বামীর হাতেই খুন হলেন স্ত্রী। এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ( Malda ) চাঁচলে। শনিবার দিন এই ঘটনাটি ঘটে মালদার চাঁচল থানার সামসির কান্ডারণ এলাকায়। ইতিমধ্যে তরফে উদ্ধার করা হয়েছে মৃতদেহটি। এদিকে খুন করেই পলাতক স্বামী। স্বামী-স্ত্রীর মধ্যে কার ঝগড়া থেকেই এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির মেঝেতে পড়েছিল গৃহবধূ রক্তাক্ত মৃতদেহ। ঝগড়ার জেরে মাথা গরম করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়েছে কুপিয়েছে বলেই দাবি স্থানীয়দের। গোটা ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ( Malda ) এলাকায়। মহিলার মৃতদেহ দেখে ভয়ে শিউরে উঠেছেন সকলেই। তবে এমন পরিণতি কীভাবে এই নিয়ে দানা বেঁধেছে একাধিক প্রশ্ন। কীই বা এমন ঘটল যার পরিণতি এত ভয়ঙ্কর হতে হল? তা এখনও অস্পষ্ট। এদিকে,গোটা ঘটনা দেখে কেঁদে কেঁদে বেড়াচ্ছে তাঁদের ছোট্ট কন্যাটি।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যাক্তির নাম শুকতারা বিবি (৪০)। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই জানাচ্ছে প্রাথমিক তদন্ত। দেহটিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এই খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বামীর নাম সিরাজুল হক। খুন করে পলাতক সে। ইতিমধ্যে তাকে খোঁজার উদ্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ বাহিনী। কী কারণে এই খুনের পথে নামা সেই নিয়েও শুরু হয়েছে প্রশ্ন। দ্রুত গ্রেফতার করা হবে তাঁকে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ তরফে।
আরও পড়ুন….টোটোতে খোয়া গিয়েছিল টাকা ভর্তি ব্যাগ, বৃদ্ধের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরয়ে মানবিকতার নয়া নজির চালকের
প্রসঙ্গত, এদিন এই খুনের খবর প্রকাশ্যে এলো কীভাবে এই নিয়ে প্রশ্ন করা হলে এক স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই দম্পতির ছোট্ট কন্যাটি স্থানীয়দের সেখানে ডেকে আনে। বাড়ি বাড়ি গিয়ে মাকে খুন করা হয়েছে বলে জানায় ছোট্ট শিশুটি। তাঁর কথা শুনেই ( Malda ) স্থানীয়রা ছুটে আসে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে। দম্পতির মধ্যে যে সব সময়ই ঝগড়া লেগে থাকত এই কথা স্বীকার করেছেন স্থানীয়রা। এছাড়াও, মায়ের মৃত্যুর বয়ান দিয়েছে তাঁর কন্যা। সে জানিয়েছে, “বাবাই-মাকে কুপিয়ে খুন করেছে।”