মমতার পথে নতুন বাঁধা, রাজ্যে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে আম আদমি পার্টি

একুশের পর থেকেই একটা বিরাট পরিবর্তন দেখা গেছে বাংলা তথা দেশের রাজনীতিতে। একুশের বাংলা বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে একা হাতে হারিয়ে যে জয় তা বেশ প্রভাব ফেলে জাতীয় রাজনীতিতে। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জী হয়ে ওঠেন বিজেপি বিরোধী প্রধান মুখ। আর সেই ভাবমুর্তিকেই কাজে লাগিয়ে দেশ জুড়ে তৃণমূলকে প্রতিষ্ঠার লড়াইয়ে নেমে পড়েন তিনি। তবে এই লড়াইয়ে তার মতোই দেখা যায় আরেক খেলোয়াড়কে। তিনি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ( Aam Aadmi Party ) অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি জয়ের পর চলতি বছরের বিধানসভা যুদ্ধেও নেমে পড়েছে তাঁর দল। গোয়া ও পাঞ্জাবে নিজেদের একটা বিরাট প্রভাব তৈরি করতেও সক্ষম হয়েছেন তিনি। এদিন এক্সিট পোলের ফলাফল অনুসারে গোয়ায় তৃণমূল বিশেষ লাভ না করতে পারলেও, পাঞ্জাবে বইছে তৃণমূলের বিরোধী ( Aam Aadmi Party ) পক্ষের আবহাওয়া। এদিনের ফলাফল অনুসারে, পাঞ্জাবে সর্বাধিক আসন জিতে সরকার গড়তে পারে কেজরিওয়ালের দল।

Aam Aadmi Partyউল্লেখ্য, পাঞ্জাবের এই ফলাফলের আবহাওয়াকে ঘিরে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে গভীর চর্চা। আর সেই সকল চর্চার প্রাণ কেন্দ্র হয়ে উঠেছেন ( Aam Admi Party ) অরবিন্দ কেজরিওয়াল। দেশ জুড়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে তৈরি রাজনৈতিক জীবন। দিল্লির মুখ্যমন্ত্রী এবং অবশেষে অনেক চেষ্টার পর দিল্লি সীমানা পেরিয়ে পাঞ্জাবে পাড়ি দিতে পারে আম আদমি পার্টি। পাঞ্জাবের নিজেদের সরকার গঠন করতে সক্ষম হলে, জাতীয় রাজনীতি আরও বাড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের গুরুত্ব। তবে অরবিন্দের লক্ষ্য কিন্তু এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে হাঁটছেন, সেই একই পথের পথিক অরবিন্দ কেজরিওয়াল নিজেও। পাঞ্জাব দখল করতে সফল হলেই আগামী দিনে বাংলাতেও নিজের দল গড়তে চেষ্টা করবে আম আদমি পার্টি। আর বাংলার পথে হাঁটার জন্য হয় তো আসন্ন পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করতে চলেছে ( Aam Aadmi Party ) অরবিন্দ কেজরিওয়াল। এদিন রাজ্যের কিছু আপ নেতা সংবাদমাধ্যমের সামনে নিজে থেকেই তুলে ধরেন এই তথ্য। তাদের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকেই লক্ষ্য করছে দিল্লি।

আরও পড়ুন……ওরা শেখাচ্ছে গণতন্ত্রের নয়া পাঠ, নারী শক্তিতেই শক্ত হচ্ছে রাজনীতির ভীত

প্রসঙ্গত, পাঞ্জাব ছাড়াও গোয়াতেও বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছিল দিল্লি আম আদমি পার্টি। তবে পাঞ্জাবের এই পরিবর্তনের হাওয়া লাগার পর থেকে একটি প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক তা হল, আগামী দিনে কোন কোন রাজ্যকে পাখির চোখ করতে চলেছে আপ? বাংলার নাম কি রয়েছে সেখানে? এই প্রশ্নের উত্তরে রাজ্যের ( Aam Aadmi Party ) আপ নেতাদের বক্তব্য, “পাঞ্জাবের এই ফল তাদের কাছে আগে থেকেই প্রত্যাশিত ছিল এবং সম্ভবত খুব শীঘ্রই উত্তরাখণ্ড–সহ অন্যান্য রাজ্যে বিস্তার করতে চলেছে আম আদমি পার্টি।” এছাড়াও বাংলায় তাদের অবস্থান নিয়ে এদিন আপ নেতা বলেন, “এই রাজ্যে তাঁরা একটি দৃঢ় বিকল্প শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই।”




Leave a Reply

Back to top button