বছর ৫০ পেরিয়ে অবশেষে আশার আলো দেখছেন চাকরির আশা দেখছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা
আন্দোলন করেই কেটেছে বছরের পর বছর অবশেষে ৫০ এর কাটায় দাঁড়িয়ে চাকরির আশা দেখছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

কলকাতা: আন্দোলন করতে করতেই কেটে গিয়েছে বছরের পর বছর। অবশেষে ১০ বছর বাদে আশার আলো চাকরিপ্রার্থীদের চোখে। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত মেধা তালিকায় থাকার প্রার্থীরা স্কুলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চলবে।কারও বয়স ৫০ হতে চলল, আবার কারও বয়স ৪০ এর কাছাকাছি।
প্রায় ১০ বছর বাদে অবশেষে চাকরির আশার আলো এই চাকরিপ্রার্থীদের কাছে। কেউ সংসার চালিয়েছেন বেসরকারি সংস্থায় চাকরি করে, আবার কেউ সংসার চালিয়েছেন কোনওরকমে প্রাইভেট টিউশন করে।
চাকরিপ্রার্থীদের একাংশের কথায়, “আমরা চাই এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনওরকম বাধা না আসে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।