B.Ed. College: একধাক্কায় রাজ্যের ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে
জানা যাচ্ছে, পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগে এই বিএড কলেজগুলির অনুমোদন বাতিল করা হয়েছে।

বছরের শেষের দিকে লোকসভা নির্বাচন হওয়ার কথা এবং তার আগে বাংলায় (West Bengal) অনেক পরিবর্তন শুরু হয়েছে । তরজা বি এড কলেজ থেকে ২৫৩টি প্রত্যাহার (253 B Ed College) দিয়ে শুরু করেছে (Registration Cancelled)। যাইহোক, বিএড বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে আর কোন মিটিং বা আবেদন কোনোকিছুতেই হবে না। এদিকে এ নিয়ে প্রশ্ন করেছেন উচ্চশিক্ষা দফতরের কর্মকর্তারা ।
উল্লেখ্য, সোমা বন্দ্যোপাধ্যায় এইদিন বলেছেন, “গত ৩রা অগস্ট উচ্চশিক্ষা দফতরের সচিবকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবার বিএড বিশ্ববিদ্যালয় কী কী কারণের জন্য বেসরকারি বিএড কলেজগুলির অনুমোদন বাতিল করবে।” চিঠির নিশ্চিত প্রাপ্তি স্বীকারও করেছে উচ্চশিক্ষা দফতর । তবে অধিদপ্তর বলছে, বিএড বিশ্ববিদ্যালয়ের কয়টি কলেজ বন্ধ হয়েছে তার কোনো তথ্য নেই।
কোন কারণে ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল বিষয়ে উচ্চশিক্ষা দফতরে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। আসলে রাজ্যে বিতর্কের ঝড় বইছে। যাইহোক, প্রফেসর সোমা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বলেছিলেন যে “গত ৩০শে জুন বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে কলেজগুলির অনুমোদন কী কী কারণে বাতিল করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে, রাজ্য পরিচালিত বিএড বিশ্ববিদ্যালয়ের সরকার পক্ষের কোর্ট মেম্বার মনোজিৎ মন্ডল বলেছেন, “২৫৩টি বিএড কলেজের ছাত্র ভর্তির বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করেছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুয়ায়ী কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তবেই অনুমোদন বাতিল হতে পারে। এই নিয়ে কর্মসমিতির বৈঠক হয়নি।”
ই-মেইল প্রসঙ্গে মন্তব্য করে সোমা বন্দ্যোপাধ্যায় বলেন “কালী পুজোর ছুটির দিন রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হল কেন? এই চিঠি সম্পর্কে রেজিস্ট্রার জানলেন কি জানলেন না তার আগে সমাজমাধ্যমে লেখা হল। সংবাদমাধ্যমকে সব বলা হল। এর পিছনে কী উদ্দেশ্য আছে? বিশ্ববিদ্যালয় খুলুক, তার পর এই নিয়ে যা বলার বলব।”
তিনি আরও বলেন, কলেজের শিক্ষাগত মান বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তালিকায় অন্তর্ভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এতটাই দুর্বল যে তাদের কাছে শেখার ন্যূনতম পরিবেশও নেই। সোমা বন্দ্যোপাধ্যায় একাধিক বেসরকারি বিএড কলেজের বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়া পর্যন্ত অভিযোগ জানিয়েছেন । তিনি আরও বলেন, কয়টি কলেজ ছাঁটাই হবে তার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিজেই দিয়েছে। এ বিষয়ে বিভাগকে জানানোর প্রয়োজন নেই।