অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে স্কুটি চালিয়ে জিয়াগঞ্জ ঘুরলেন বাদশা
বাদশাও মুর্শিদাবাদে এসে অরিজিৎ এর মতনই স্কুটি করে রাস্তার এপার ওপার ঘুরে বেড়াচ্ছেন। এই ভিডিওই শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়

শুভঙ্কর, মুর্শিদাবাদ: মাটির ছেলে আজ বিশ্বের তারকা। বিশ্বের তারকা হয়েও মাটিকে ভুলে যাননি তিনি। আজও তিনি সহজ সরল ভাবেই সবার সাথে মেশেন। বুঝতে পেরেছেন কার কথা বলতে চাইছি? হ্যাঁ, ঠিক ধরেছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিত সিংয়ের কথাই বলছি। তিনি এখন বাঙ্গালীদের আইকনিক। সমস্ত বয়সীদের জন্য তিনি সুর বাঁধেন। এত জনপ্রিয় খ্যাতি থাকলেও তিনি কখনো ট্রেনে বা কখনো স্কুটারে এদিক-ওদিক রাস্তায় ঘুরে বেড়ান। আর এই কারণেই তিনি গান বাদেও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হন।
এবার দেখা গেল জনপ্রিয় র্যাপ গায়ক যিনি বাদশা হিসেবে বিশ্বে জনপ্রিয়। তঁর বিখ্যাত সব র্যাপ গান মুখে মুখে ঘোরে ইয়ং জেনারেশনের। সেই বাদশা যার রয়েছে নামিদামি গাড়ি। তিনি সম্প্রীতি গিয়েছিলেন অরিজিৎ সিং এর এর পৈত্রিক ভিটে মুর্শিদাবাদ এর জিয়াগঞ্জের বাড়িতে। বাদশাও মুর্শিদাবাদে এসে অরিজিৎ এর মতনই স্কুটি করে রাস্তার এপার ওপার ঘুরে বেড়াচ্ছেন। এই ভিডিওই শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেয়ার হতে না হতেই নিমেষের মধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়। তিনি হয়তো অরিজিতের জন্মভূমিতে গিয়ে অরিজিৎকেই অনুসরণ করতে চেয়েছিলেন। মুর্শিদাবাদের লোকজন প্রায় সময়ই দেখতে পান বিশ্বের তারকাকে। আর হয়তো এই জনপ্রিয়কে অনুসরণ করার জন্যই বাদশাও অরিজিতের পথই বাঁছলেন।
বাদশার ‘কালো চশমা’ বা ‘গেন্দা ফুল’বা ‘গরমি’ এই সমস্ত গানগুলি বেশ চর্চিত। যেকোন অনুষ্ঠানেই যদি নাচের গানের প্রয়োজন হয় তখনই শোনা যায় এসব গানগুলি। এমনই সব বিখ্যাত গান করেছেন বাদশা। যা আজও সকলের মুখে মুখে ঘোরে। এছাড়াও তিনি ‘বাচ পান কা প্যায়ার’, ‘পানি পানি’, ‘লেটস নাচো’ বিভিন্ন ধরনের গান গেয়েছেন।