Indian Army : সেনায় চাই বাঙালি রেজিমেন্ট, দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি Bangla Pokkho-র

নেতাজি জন্মবার্ষিকীর আগে থেকেই উতপ্ত রাজ্য তথা দেশের রাজনীতি। বাংলার ট্যাবলো বাতিলের জেরে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে। এই রকম সরগরম পরিস্থিতিতেই আবার গর্জে উঠলো বাংলার একাংশ। এক নতুন দাবি ( Indian Army ) নিয়ে মাঠে বাংলা পক্ষ। কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে চিঠি।

গতকাল বিকাল ৪টা থেকে টুইটারে শুরু হয় একের পর এক টুইট। #Bengali_Regiment_in-Indian_Army- এই হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট হতে থাকে একের পর এক টুইট। সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নিজেদের দাবি। স্পষ্ট ভাবে লেখা হয়, ভারতীয় সেনায় ( Indian Army ) বাঙালি রেজিমেন্ট চাই এবং ভারতীয় সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই।

রাজ্য জুড়েই আজ উৎসবের আমেজ। নেতাজি জন্মদিন বাংলা ও বাঙালির কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার কোনও প্রয়োজন নেই। রাজ্য জুড়ে ( Indian Army ) শাসক দল থেকে বিরোধী দলের সকল নেতাকেই দেখা যাচ্ছে নানা কর্মসূচীতে। দেখা যাচ্ছে নেতাজির ছবি মালা পরাতে, পায়ে ফুল দান করতে। এমতাবস্থায় নেতাজির জন্মদিনের দিনই নয়া দাবি তুলে কেন্দ্রকে চিঠি বাংলা পক্ষের।

নিজেদের ফেসবুক পোস্ট মাধ্যমে তারা জানিয়েছে, “আজ বাংলা ও বাঙালী জাতির এক পবিত্র দিন। আজ “সুভাষ দিবস”। আজ বাংলা পক্ষ উত্তর ২৪ পরগণা শিল্পাঞ্চল শাখা ব্যারাকপুর বিধানসভা এলাকায় একটি মিছিলের মাধ্যমে “সুভাষ দিবস” পালন করল। একই সাথে বাংলার সরকারের সুভাষ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর মত বীর ( Indian Army ) বাঙালীদের নিয়ে বানানো ট্যাবলো বাতিল করে, সাধারণতন্ত্র দিবসের শোভাযাত্রায় রাখতে না দিয়ে বাঙালীকে তথা বাংলা মায়ের এই বীর সন্তানদের যেভাবে অপমান করেছে দিল্লীর কেন্দ্রীয় সরকার তারই বিরুদ্ধে আজ বাংলা পক্ষ উত্তর ২৪ পরগণা শিল্পাঞ্চল মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানায়।

আরও পড়ুন…..Netaji Subhash Chandra Bose Quotes : নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই ১০ উক্তি আজও অনুপ্রেরণা সমগ্র দেশবাসীর কাছে

সুভাষ দিবসে বাংলা পক্ষ-র দাবি —

১. ভারতীয় সেনায় বিহার, গোর্খা, রাজপুত, মাদ্রাজ ইত্যাদি রেজিমেন্ট থাকলেও সুভাষের জাতির কোনো ( Indian Army ) রেজিমেন্ট নেই। ভারতীয় সেনায় “বাঙালী রেজিমেন্ট” চাই।

২. ভারতীয় সেনায় নিয়োগের সব পরীক্ষা হিন্দি, ইংরেজির পাশপাশি সুভাষ চন্দ্র বসুর মাতৃভাষা বাংলাতেও দেওয়ার সুযোগ দিতে হবে।”




Leave a Reply

Back to top button