Bankura Boy : স্বপ্ন পূরণের জন্য অল্পবয়সেই বেছে নিতে হলো পরিশ্রমের পথ, ভাইরাল বাঁকুড়ার রাখহরি

Bankura Boy -fulfilled dream stand by for family by hard work
প্রত্যুষা সরকার, কলকাতা : কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। ইচ্ছে ( wish) পূরণের ( full fill) জন্যে তাই বেছে নেওয়া হয় নানা রকম পথ ( way), সে কঠিন হোক কিংবা সহজ। কেউ কেউ উপায় ( way) না পেয়ে দমিয়ে দেয় তাদের মনের ইচ্ছা ( wish) বা স্বপ্নগুলোকে ( dreams)। কিন্তু ওই যে বললাম ইচ্ছা থাকলে উপায় হয়। তবে সেই উপায় এর পথ কখনও কখনও হয়ে ওঠে অনেক কঠিন ( Tough)। আর সেই রকমই কঠিন ( Tough) উপায় ( way) থেকেই স্বপ্ন পূরণের ( Fulfill the dream) পথে এগিয়ে যাচ্ছে বাঁকুড়ার রাখহরি মণ্ডল। বাঁকুড়ার ১ নং ব্লকের ( block) দাবড়া গ্রামের বাসিন্দা সে । রোজ সকালে সাইকেলে ( cycle) করে বেরিয়ে পড়ে মুড়ির ঝোলা নিয়ে। তার পেশা এখন মুড়ি বিক্রি। মুড়ির দাম প্রতি পাইতে মাত্র ১০ টাকা। রোজ এমনি পরিশ্রম ( Hard work) করেই সে এগিয়ে চলেছে স্বপ্ন পূরণের ( Fulfill the dream) পথে।
Bankura Boy – নিজের জোড়েই পড়াশুনা
ভাবছেন, এ আর নতুন কি ? এত রোজকার ঘটনা , তাই তো ? তবে শুনুন, এত পরিশ্রম করে স্বপ্ন পূরণের পথে চলা রাখহরি বয়স মাত্র চৌদ্দ কি পনেরো হবে । নবম শ্রেণী উত্তীর্ণ করে এখন সে দশম শ্রেণীর ছাত্র । স্বপ্ন ‘ মাধ্যমিক ‘ পরীক্ষা দেবে সে । নতুন ক্লাসে ভর্তি করতে লাগবেই ৩২০ টাকা । বাড়িতে সদস্য সংখ্যা বলতে তারা চারজন । মা, বাবা, রাখহরি আর ছোট একটা ভাই । বাবা স্নায়ুর রোগে আক্রান্ত । ছোট ভাইটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে । বাড়ির সব দায়িত্ব সামলাতে হয় তার মাকেই । তাই কিছুটা পরিবারের পাশে দাঁড়াতে আর কিছুটা স্বপ্ন পূরণের জন্যই সে রোজ বেরিয়ে পড়ে বুড়ির ঝোলা নিয়ে । যে ঝোলাতে ভর্তি থাকে মুড়ির সাথে সাথেই তার স্বপ্নগুলো।
Bankura Boy – অন্যের সাহায্য নয়, নিজ কর্মই পন্থা
তবে অন্যের দান নিতে একেবারেই নারাজ রাখহরি । কেউ যদি ভর্তি হওয়ার পুরো টাকাটাই তাকে দিতে চায় তবে সাফ বারণ করে দেয় সে । তাই সাহায্যের কথা জিজ্ঞেস করলে সে বলে , তার ইতিহাস, ভূগোল আর ইংরেজি টিউশন নেই । শুধু এই কয়েকটা বিষয় পড়ালেই তার চলবে । নিজের চেষ্টা নিজে পরিশ্রমের অর্থ দিয়েই পূরণ করতে চায় তার ‘ মাধ্যমিক ‘ দেওয়ার স্বপ্ন । রাখহরি ছোট ঠিকই তবে , অল্প বয়সেই সে হয়ে উঠেছে সাহসী , পরিশ্রমী এবং দায়িত্বশীল ।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/ranbir-kapoor-all-love-stories-with-actresses/
Bankura Boy – সাহস এবং ইচ্ছাশক্তি দ্বারা ইচ্ছে পূরণ
হতে পারে অনেকের কাছেই টাকার অংকটা অনেক কম । তবে ওই অল্প অংকের টাকা জোগাড় না হলে নিভে যাবে ওই নাবালকের পড়াশোনা স্বপ্ন । তাই পরিশ্রমের মাধ্যমেই সে তার স্বপ্ন পূরণের চেষ্টা করছে । সবরকম দায়িত্ব এবং স্বপ্ন পূরণের জন্যই সে বেরিয়ে পড়ে তার ঝোলা নিয়ে । টাকাটা নিজে রোজগার করে নতুন ক্লাসে ভর্তি হবে সে । তারপর তার স্বপ্ন পূরণ করবে ‘ মাধ্যমিক ‘ পরীক্ষা দিয়ে । পরিশ্রম , সাহস আর অদম্য ইচ্ছাশক্তি । এবার কে আটকাবে তার স্বপ্ন পূরণের রাস্তা ।