বিড়ি শ্রমিক সেজে জাল চক্রের প্রতারণা ফাঁস করলেন তেহট্ট ১ ব্লকের বিডিও

বেশ কিছু দিন ধরেই তেহট্ট ১ ব্লকের প্রশাসনের কাছে খবর আসছিল ছিটকা পঞ্চায়েতের মৃগী এলাকায় একটি দোকানে জাল শংসাপত্রের চক্র চলছে। খবর পেয়ে দেরি করেননি তেহট্ট ১ বিডিও শুভাশিস মজুমদার। সিদ্ধান্ত নেন তিনি নিজেই সেই সাইবার ক্যাফেতে যাবেন।

শুভঙ্কর, নদিয়া: পাজামা, ছেঁড়া গেঞ্জি গলায় গামছার মত জড়ানো মাফলার জাতীয় কিছু। পুরোদস্তর একজন শ্রমিকের বেশে সাইবার ক্যাফে হাজির বিডিও‌। বিড়ি শ্রমিকের ছদ্মবেশে হাজির হন তিনি। কথাবার্তা এগোতেই জানতে পারেন একের পর এক জালিয়াতি চক্রের কথা। তারপরেই হাতেনাতে ধরলেন জাল শংসাপত্র চক্রের সঙ্গে জড়িত অভিযুক্তকে। কিছুটা দূরেই উপস্থিত থাকা পুলিশের হাতে তখনই তুলে দেওয়া হয় তাকে।

বেশ কিছু দিন ধরেই তেহট্ট ১ ব্লকের প্রশাসনের কাছে খবর আসছিল ছিটকা পঞ্চায়েতের মৃগী এলাকায় একটি দোকানে জাল শংসাপত্রের চক্র চলছে। খবর পেয়ে দেরি করেননি তেহট্ট ১ বিডিও শুভাশিস মজুমদার। সিদ্ধান্ত নেন তিনি নিজেই সেই সাইবার ক্যাফেতে যাবেন। যেমন ভাবা তেমনই কাজ। বিড়ি শ্রমিকের ছদ্মবেশ নিয়ে পৌঁছে যান সেখানে। গ্রাহক হিসেবে বিড়ি শ্রমিকের কার্ড বানিয়ে দেওয়ার কথা বলেন। রাজি হয়ে যান অভিযুক্ত। প্রসঙ্গত শ্রম দপ্তর অনেকদিন আগেই এই পরিচয় পত্র দেওয়া বন্ধ করে দিয়েছে। কথাবার্তা চলাকালীন আরও অনেকগুলি জলচক্রের কথা তিনি জানতে পারেন। তখনই জয়ন্ত মিস্ত্রি নামে ওই সাইবার ক্যাফের মালিককে ধরেন তিনি। সাইবার ক্যাফে তল্লাশি চালিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জাল শংসাপত্র, করিমপুর ১ ব্লকের নকল স্ট্যাম্প, বিড়ি শ্রমিকদের জাল পরিচয়পত্র ও একাধিক সরকারি প্রকল্পের জাল শংসাপত্র উদ্ধার করা হয়েছে। বিডিওর সঙ্গে আগে থেকেই সেখানে উপস্থিত থাকা পুলিশের হাতে ধৃতকে তুলে দেন তিনি। উত্তর হওয়া অন্যান্য জাল নথিও বাজেয়াপ্ত করেছে নাজিরপুর থানার পুলিশ।

Fake Certificate scam,Nadia,Tehatta,Tehatta 1 block BDO,subhasish Majumdar

ধৃতকে থানায় নিয়ে এসে জেরা করার পর আরও একজন অভিযুক্তের নাম জানা যায়। বিশ্বজিৎ দাস নামে একজনের কথা বলেন জয়ন্ত। বিশ্বজিতের বেতাই নতুনপাড়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেও একাধিক নকল নথি উদ্ধার করা হয়। জানা যাচ্ছে এই বিশ্বজিৎ দাস স্থানীয় এক বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযানের শেষে ভিডিও শুভাশিস মজুমদার বলেন, “ গরিব মানুষদের বোকা বানিয়ে ওরা অবৈধ শংসাপত্র তৈরি করে দিচ্ছিল। মহকুমা শাসকেরও সই নকল করছিল ওরা। খবর পেয়ে অভিযান চালানো হয় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা”।




Leave a Reply

Back to top button