১) আজ মহালয়া আসতেই বাঙালির মনে ‘বাজলো তোমার আলোর বেণু’। উৎসবের রঙে সাজছে বাংলা।
২) কুমোরটুলি থেকে প্রতিমা রওনা দিয়েছে প্যান্ডেলের পথে। মন্ডপে মন্ডপে চলছে চূড়ান্ত প্রস্তুতি।
৩) বনেদিবাড়ির দালান সাজছে আলপনার টানে। উমা আসবে…চলছে প্রস্তুতি।
৪) দোকানে দোকানে ভিড় ঠেলে চলছে কেনাকাটা। পুজোর চারদিন চাই সেরা সাজ।
৫) আকাশের নীল মেঘ আর সোনা রোদের উঁকি যেন কানে কানে বলে গেল, উমা আসছে বঙ্গে…।
Follow us on
Back to top button