পরনে শুধুই অন্তর্বাস, মন্দারমণির সি বিচ থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

স্থানীয়দের দাবি, মৃত তরুণী এলাকার বাসিন্দা নন। ঘটনার পর থেকে পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

সোমবার সাতসকালে চাঞ্চল্য। মন্দারমণি লাগোয়া চাঁদপুর সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল তরুণীর দেহ। পরনে শুধু অন্তর্বাস।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, মৃত তরুণী এলাকার বাসিন্দা নন। ঘটনার পর থেকে পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

শনি-রবিবার মন্দারমণিতে ভিড় বাড়ে। সপ্তাহান্তে ছুটিতে দূরদূরান্ত থেকে লোকে বেড়াতে আসেন। এদিন সকালে স্থানীয়দের অনেকেই মর্নিং ওয়াকে বেড়িয়েছিলেন। সেই সময়ই সি বিচের বোল্ডারের উপর কিছু একটা পড়ে রয়েছে। এগিয়ে এসে দেখেন অর্ধনগ্ন তরুণীর মৃতদেহ। তরুণীর পরনে অন্তর্বাস ছাড়া আর কিছু নেই। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ কর্মীরা এসে দেহ উদ্ধার করেন।

Mandarmani,Sea Beach,Body

মৃতের পরিচিয় এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, মৃত তরুণী এলাকার বাসিন্দা নন। বেড়াতে বা অন্য কোনও কারণে এসেছিলেন। ধর্ষণের পর তাঁকে খুন করে এখানে ফেলে রেখে গেছে। যদিও পুলিশ এই বিষয়ে মুখ খোলেনি। দেহটি এখানে কেউ ফেলে রেখে গেছে নাকি সমুদ্রের জলে ভেসে এসেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশি নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সি বিচ বরাবর মেরিন ড্রাইভের শুনশান রাস্তা। লোক চলাচল কম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেরিন ড্রাইভে স্ট্রিট লাইট নেই। ফলে দুষ্কৃতীদের দৌরাত্ম বাড়ছে। অবিলম্বে মেরিন ড্রাইভ এবং সি বিচে স্ট্রিট লাইট বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি পুলিশকেও যথাযথ নজরদারি করতে হবে বলে দাবি স্থানীয়দের।

তবে এবারই প্রথম নয়। কিছুদিন আগে মন্দারমণি থেকে একটা দেহ ভেসে শঙ্করপুর সমুদ্র সৈকতে গিয়েছিল। সেবারও এই নিয়ে হইচই হয়। তবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল বলেন, ‘রাস্তায় আলোর অভাব রয়েছে বলে কোনও অভিযোগ পাইনি’। পুলিশ ইতিমধ্যেই মৃতার পরিচয় জানতে ওডিশা-সহ বিভিন্ন থানা এলাকায় দেহ উদ্ধারের খবর পাঠিয়েছে।




Leave a Reply

Back to top button