নারী ক্ষমতায়ন। মহিলাদের ফুটবল বিশ্বকাপে ইতিহাস। ২০০ কোটি মানুষ দেখলেন ফিফা বিশ্বকাপ। স্পেনের বিজয় উৎসবে মাতল নিকারাগুয়া থেকে নিউইয়র্ক। ওলগাদের দেখে চোখে জল নৈনিতালের মেয়েরও।
1/10
সিরিজ পকেটে। এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। খেল দেখাল তরুণ তুর্কিরা। বুব বুব বুমরাহও দাপট দেখালেন। বিশ্বকাপের আগে ভারতীয়দের চোখে স্বপ্নের মায়াকাজল।
2/10
‘স্বপ্নদীপ নিজেই ঝাঁপ মেরেছে। কোনও র্যাগিং হয়নি’। পরিজন ভ্যান থেকে এমনটাই দাবি করলেন ধৃত সৌরভ। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য। তিনি আবার বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি একাংশের।
3/10
খিঁচ মেরি ফটো…। এখনও চাঁদে ল্যান্ড করেনি চন্দ্রযান ৩। তবে এর মধ্যেই চাঁদের দক্ষিণ ভাগের ছবি তুলে পাঠাল। উল্লসিত গোটা বিশ্ব।
4/10
ঘূর্ণাবর্তের জের। কালো করে আসছে আকাশ। যে কোনও সময় বৃষ্টি নামতে পারে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।