তাসের ঘরের মতো ভেঙে পড়ল পঞ্চায়েতের আগে তৈরি করা ব্রিজ

পঞ্চায়েত ভোটের আগে বংশীহারীতে তৈরি করা হয় সেতু। খরচ হয় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বাসের সেতু তৈরি করে যাতায়াতের পথ খুঁজছে স্থানীয়রা।

শুভঙ্কর, বংশীহারী: রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছে ৮ই জুলাই। তার কিছুদিন আগে তৈরি করা ব্রিজ ভেঙে পড়ল দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে। চারটি হিউমপাইপ বসিয়ে তাতে ঢালাই দিয়ে তৈরি করা হয়েছিল এই ব্রিজ। এলাকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এই সেতু তৈরি করা হয়। কিন্তু আচমকাই এই ব্রিজ ভেঙে পড়ে। এই ঘটনায় সেতুটি নির্মাণের জন্য কতটা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের মনে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকায় মারাত্মক বিপদ তৈরি হতে পারতো বলে মনে করছেন বাসিন্দারা। তবে কেউ এই ঘটনায় কোন আহতের খবর পাওয়া যায়নি। ব্লক প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়া হয়েছে।

Bridge collapse,South Dinajpur,North Bengal

পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মহাবাড়ি পঞ্চায়েতের উত্তর শ্যামপুরে এই ব্রিজটি তড়িঘড়ি তৈরি করা হয়। স্থানীয় সমস্যা অনুযায়ী এই সেতুটির গুরুত্ব অনেক খানি। দুটি গ্রামের মধ্যে সংযোগ রক্ষা করে এই সেতু। ব্রিজ তৈরি হওয়ার আগে স্থানীয় বাসিন্দারা নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে তার ওপর দিয়েই যাতায়াত করতেন। ঢালাই দিয়ে সেতুর তৈরির দাবি একাধিক বার ব্লক প্রশাসনকে জানায় তারা। শেষমেষ পঞ্চায়েত ভোটের আগে তা তৈরি করা হয়। খরচ হয় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। পঞ্চায়েত ভোট মিটেছে বেশিদিন হয়নি। পঞ্চায়েতগুলোতে এখন বোর্ড গঠনের পাল্লা চলছে। তারই মধ্যে ভেঙে পড়ল ব্রিজ। এখন আবার বাসের সেতু তৈরি করে যাতায়াতের পথ খুঁজছে বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা অভিরাম সরকার বলেন, “ দীর্ঘ ১৫ বছর ধরে বাঁশের তৈরি সাঁকো দিয়ে আমরা যাতায়াত করেছি। কিছুদিন আগে তৈরি হবার সেতু এইভাবে ভেঙে পড়বে তা আমরা ভাবতে পারিনি। এটা বোঝাই যাচ্ছে নিম্নমানের সামগ্রি দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। তাই বর্ষার ফলে একটু জল বাড়াতেই এটা ভেঙে পড়ল”। এই বিষয়ে জানতে চাওয়া হলে বংশীহারীর বিডিও সুব্রত বাউল বলেন, “ ভোটের আগে পঞ্চায়েতের পক্ষ থেকে এই ব্রিজ তৈরি করা হয়। বৃষ্টির জলে এটা ভেঙে পড়েছে। বিকল্প ব্যবস্থা করার পদক্ষেপ নেওয়া হবে খুব তাড়াতাড়ি”।




Leave a Reply

Back to top button