‘নেহরুর স্ত্রী’ বুধনি মেঝান, অপবাদ থেকে বাঁচার লড়াইয়ের সমাপ্তি..
Budhni Mejhan: তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু আসানসোল গিয়েছিলেন ডিভিসি পাঞ্চেত জলাধারের উদ্বোধন করতে। সেদিন আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন বুধনি মেঝান। তার অধীনে জওহরলাল নেহেরু পাঞ্চেত বাঁধ উদ্বোধন সম্পন্ন করেন।

এলাকায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। বুধনি মেঝান মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় একটি বেসরকারি নার্সিংহোমে বৃদ্ধার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যে ভুগছিলেন তিনি। শনিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই নারী।
সালটা ১৯৫৯। ৬ ডিসেম্বর। তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু আসানসোল গিয়েছিলেন ডিভিসির পাঞ্চেত জলাধারের উদ্বোধন করতে। সেদিন আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন বুধনি মেঝান। তার অধীনে জওহরলাল নেহেরু পাঞ্চেত বাঁধ উদ্বোধন সম্পন্ন করেন। বুধনি এই অনুষ্ঠানে নেহরুকে মালা পরিয়েছিলেন । সাবেক প্রধানমন্ত্রীও তার সম্মানে এই মালা পরিয়ে দেন ।
এরপর থেকেই শুরু হয় বিতর্ক। বুধনিকে পরিত্যাগ করে তাঁদের আদিবাসী সমাজ। তার ডাকনাম ছিল “নেহরুর বউ”। তাদের গ্রাম ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও জানা গেছে। তারপর তিনি নিখোঁজ হন। পরে ডিভিসি কর্মকর্তারা তাকে খুঁজে পান। হারানো চাকরি ফিরে আসবে। তবে বুদ্ধি মেঝান বয়স বাড়ার সাথে সাথে অবসর নেন।
তবে তিনি ডিভিসি ভিলায় থাকতেন। তবে স্থানীয়দের দাবি, জীবদ্দশায় তাকে অসম্মান করা হয়েছে। তিনি আর গ্রামে ফিরতে পারেননি। শুক্রবার পাঞ্চেত শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে তিনি ডিভিসি থেকে স্বীকৃতি পেয়েছিলেন। স্থানীয় পঞ্চায়েতরাও তাদের সম্মান করে।