কাঠ মিস্ত্রি থেকে পুরসভার কাউন্সিলর, নির্বাচনের আবহে এ যেন অন্য বাংলা

পথীক সেনগুপ্ত : পেশায় ছুতোর রাজু। দিন যাপন বলতে ওই কাথের কাজ করে। সেখান থেকেই যে টুকু আয় তাতেই দিন গুজারান। কিন্তু পেশায় একজন কাঠের ( Municipal Election 2022 ) মিস্ত্রি হলেও, মনের মধ্যে চিরকালই ছিল কিছু করার ইচ্ছা। নিজের জন্য নয়, সমাজের জন্য। আর সেই অদম্য ইচ্ছাশক্তিকে কাজ লাগিয়ে আজ কোন্নগরের মানুষের মন জয় করল রাজু। আসলে মন জয় সে অনেক আগেই করে ফেলেছিল, এদিন শুধু সেই মন জয়ের ফলাফল উঠে এলো তাঁর সামনে।

এলাকায় একজন ভালো ছেলে হিসাবেই পরিচিত। করোনা কালে মানুষ যখন ( Municipal Election 2022 ) সংক্রমণের কোপে পড়ে একেবারে মৃতপ্রায়, তখন রেড ভলেন্টিয়ার হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিল এই রাজু। এলাকাবাসীর মন জয় বোধ হয় সেই ভাবেই করে ফেলেছিল। করোনা দ্বিতীয় ঢেউয়ে যখন নেতা-নেত্রী সংক্রমণ এড়াতে ঘরে ঢুকে পড়েছে। ভুলে গেছে সাধারণ মানুষের কথা। মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে দেখেও কোনও প্রতিক্রিয়া দিতে রাজি নয় তাঁরা। এমতাবস্থায় রেড ভলেন্টিয়ারের পোশাক পড়ে কোন্নগরের মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিল এই কাঠ মিস্ত্রিটাই। তাই হয় তো পুরভোটের দিন মানুষ রাজুর সেই ঋণ চুকিয়ে দিল। আসলে শোধ করেনি বরং রাজুকে সমাজের প্রতি আরও দায়িত্ব বাড়িয়ে দিল। আর সেই দায়িত্ব নিয়ে খুশি রাজু।

Municipal Election 2022করোনাকালে বিনা ভেদাভেদে সকলের পাশে দাঁড়িয়ে ছিল এই রাজু। কখন কার অক্সিজেন লাগবে, কাকে নিয়ে যেতে হবে হাসপাতালে, ( Municipal Election 2022 ) কার ওষুধ লাগবে এই সমস্ত সুবিধা-অসুবিধার খেয়াল রেখে ছিল সে। তাই হয় তো একজন ছুতোর থেকে জীবন শুরু করে শেখ আবদুল গফর ওরফে রাজু আজ কোন্নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী তৃণমূলের দাপুটে নেতা কৈলাস মুখার্জিকে ১২৫ ভোটে হারিয়ে জয় লাভ করেছেন।

তৃণমূলের দাপুটে নেতা কৈলাস মুখার্জি ও দীর্ঘদিন কোন্নগরের চেয়ারম্যান থাকা ( Municipal Election 2022 ) কংগ্রেসের বর্ষিয়ান নেতা পল্লব বসু কে পরাজিত করে অনেকটাই আত্মবিশ্বাসী এখন তিনি। জিবোর্ড থেকে তিনি জিতেছেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ওয়ার্ডে অবস্থিত কোন্নগর পৌরসভা। বারংবার প্রতিটি রাজনৈতিক দল ও জোটকে পাখির চোখ করে রাখে। সেই ওয়ার্ড থেকে জয়লাভ অনেকটাই অক্সিজেন যোগাচ্ছে বাম শিবিরকে।

আরও পড়ুন………Municipal Election 2022 Result : রাজ্যে সবুজ ঝড়ের মাঝেও দার্জিলিং কাঁপাল ‘হামরো পার্টি’

রাজুর এই জয় নিয়ে তিনি বলেন, ‘এই জয় তার একার নয় এই জয় তার সমস্ত এলাকাবাসীর।’ এই যুদ্ধ যায় কতটা কঠিন ছিল তার প্রশ্নের উত্তরে ( Municipal Election 2022 ) তিনি জানান, তিনি প্রথম থেকেই মানুষের জন্য কাজ করে এসেছেন তিনি আত্মবিশ্বাসী ছিলেন মানুষ তার কাজের ফল দেবেই। তিনি আরও বলেন তিনি সমস্ত জনগণের কাছে দায়বদ্ধ সকলের প্রয়োজনে তিনি সবার আগে এগিয়ে থাকবেন।




Leave a Reply

Back to top button