নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব, নোটিস পাঠাল সিবিআই, শোরগোল

দুদিন আগেই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রীতিমতো ধমক দেন সুজিতকে।

নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ৩১ আগস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। ইতিমধ্যে সুজিত বসুকে নোটিস পাঠানো হয়েছে।

দুদিন আগেই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রীতিমতো ধমক দেন সুজিতকে। মমতা বলেন, সবথেকে বেশি দুষ্টুমি করে সুজিত বসু। তোমার চালাকিটা আমি বুঝি’। এর ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই দমকল মন্ত্রীকে নোটিস পাঠাল সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দমকল মন্ত্রীকে তলব করা হয়েছে। সেই সময় তিনি ওই পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। সিবিআই সিআরপিসি-র ১৫০ নম্বর ধারায় তাঁকে নোটিস পাঠিয়েছে।

CBI,Recruitment Scam,Sujit Bose,Summon

ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। সেই সময় দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ নিয়ে একাধিক বেনিয়ম ধরা পড়ে। এমনটাই দাবি তদন্তকারী সংস্থার। এবার সেই নিয়েই সুজিতবাবুকে তলব করল সিবিআই।

পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের আর্জি খারিজ করে আগের রায়ই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা।

এরপর সিবিআই ও ইডি তদন্তের আর্জি খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদনও খারিজ করে দেয়। বহাল থাকে হাইকোর্টের নির্দেশ। এরপর থেকেই পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে কোমর বেঁধে নেমেছে সিবিআই।




Leave a Reply

Back to top button