শেষ হতে পারে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মেয়াদ, রইল কার্ড চলু করার পদ্ধতি

প্রত্যুষা সরকার, কলকাতা: সরকারি হাসপাতালে ভর্তির জন্য বিভিন্ন প্রকল্পের বিভিন্ন কার্ড বা অন্য কোনো সরকারি স্বাস্থ্য বীমা কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। সেই মতো ২০২১ সালে পশ্চিম বঙ্গ সরকার চালু করেছিল একটা নতুন প্রকল্প স্বাস্থ্যসাথী ( swasthya sathi card )। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ‘স্বাস্থ্য সাথীর ব্যাপক কভারেজ বিবেচনা করে”। এ রাজ্যের নিখরচায় সার্বিক স্বাস্থ্য পরিষেবার জন্য সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা যে কোনও কেন্দ্র বা রাজ্য সরকারি হেলথ কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, হাসপাতালে ভর্তির সময় যদি কারও কাছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, তাহলে রোগীর পরিবার কার্ডের জন্য আবেদন করতে পারেন। পরিবারের আবেদনের ভিত্তিতে হাসপাতালের তরফ থেকে ওই রোগীর স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হবে।

img 20220329 214659

তবে শুধু কার্ড তৈরী করলেই নয় শেষ হয়ে যেতে পারে কার্ডের মেয়াদ। স্বাস্থ্যসাথী কার্ডের ( swasthya sathi card ) মেয়াদ আছে না ফুরিয়ে গেছে তা জানা অত্যন্ত জরুরি। মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে আবার পুনর্নবীকরণ করাতে হবে। কিন্তু কি করে বুঝবেন স্বাস্থ্যসাথী কার্ডের মেয়াদ আছে না ফুরিয়ে গিয়েছে। চলুন জেনেনিন কী করে দেখবেন স্বাস্থ্যসাথী কার্ডের মেয়াদ আছে না ফুরিয়ে গিয়েছে সেই তথ্য।

img 20220329 213814

এবার সবার মনে একটা প্রশ্ন স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও কি সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা পরিষেবা পওয়া যাবে? এক্ষেত্রে বলে রাখি সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে রোগীর হাতে টাকা থাকাটা একেবারেই জরুরি নয়। সরকারি এক নির্দেশ অনুযায়ী, স্বাস্থ্যসাথী কার্ডের কোনও রোগীকে ফেরাতে পারবে না রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিও। আর টাকা ফুরিয়ে গেলেও কোনও মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারি হাসপাতালগুলির দরজা খোলা থাকবে সব সময়।

আরও পড়ুন – Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার এখন গড়ের মাঠ, মমতার একের পর এক প্রোজেক্টে পড়েছে ‘লালবাতি’

এবার জেনে নেওয়া যাক কী করে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ আছে কিনা। সরকারের দেওয়া  https://swasthyasathi.gov.in/ এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এ ক্ষেত্রে যদি আপনার এউআরএন ( URN ) মনে থাকে তাহলে সরাসরি Card Verification বিকল্পে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ খুলে যাবে। এখানে নির্দিষ্ট একটি বক্সে এউআরএন দিতে হবে এবং এরপর  সাবমিট করলেই জানতে পারবেন, স্বাস্থ্যসাথী কার্ড ( swasthya sathi card ) অ্যাক্টিভ আছে, কী না।

আরও পড়ুন – রক্তাক্ত বঙ্গভূমি! ফিরে দেখা রাজনৈতিক গণহত্যার নারকীয় রক্তমাখা ইতিহাস




Leave a Reply

Back to top button