Coronavirus Update : ঊর্ধ্বশ্বাসে বৃদ্ধি করোনা সংক্রমণ, আবারও শীর্ষে কলকাতা

রাজ্য জুড়ে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ( Coronavirus is increasing in west bengal )। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রক(West Bengal Health department) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ২২ হাজার ৬৪৫ জন। এই সময়কালের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ জনের। এদিন করোনা(Corona)-কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৬৮৭ জন। উল্লেখ্য, রাজ্যের আগামী ২২ জানুয়ারি পুরভোট(Municipal Poll)। তারই মধ্যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ ( Coronavirus Update )। ইতিমধ্যে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮লক্ষ ৬৩হাজার ৬৯৭জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষেরও অধিক। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার ১৩জনের। সুস্থতার সংখ্যা প্রায় ১৭ লক্ষ।

Coronavirus Update in India
বাড়ছে আক্রান্তের সংখ্যা

রাজ্যজুড়ে করোনা টেস্ট –

রাজ্যের করোনা টেস্ট(Coronavirus Test)-এর সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই উঠে আসছে সংক্রমণের আসল চিত্র। রবিবার এই টেস্টের সংখ্যা কম হওয়ায় রাজ্যের করোনা চিত্রে দেখা গিয়েছিল খানিক নিম্নমুখী ভাব। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৭২ হাজার ৭২৫টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ২২হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ৩১.১৪ শতাংশ।

শহর জুড়ে করোনা –

সন্ধ্যার রিপোর্ট অনুসারে, রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৯১ জন। কলকাতার পরেই করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৮ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৬৮০ জন।

দেশের Coronavirus Update

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৫৩হাজার ৪৯৬জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৫৭১,৪২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৮০৬,২৬৭ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০,৯১৬ জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২লক্ষ ৫৩হাজার ৪৯৬জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৮ জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৫ হাজার ০৪৩ জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৭ শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩৪,৮০৬ ,২৭৭জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৩শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ১লক্ষ ২৮০হাজার ১০৩জন।

 

আরও পড়ুন : Petrol and diesel price : আবারও কি বাড়লো পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন এক নজরে




Leave a Reply

Back to top button