Coronavirus Update : রাজ্য জুড়ে ফের বাড়ছে করোনা, আতঙ্কে রাজ্যবাসী

রাজ্য জুড়ে ফের করোনার বাড়বাড়ন্ত ( Coronavirus is increasing in west bengal )। প্রতিদিন লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গ- তে সংক্রমন। স্বাস্থ্য মন্ত্রক(West Bengal Health department) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ২২ হাজার ১৫৫ জন। কালকের থেকে আজ আরও হাজার বাড়লো সংক্রমন। একদিনের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের। এবং করোনা(Corona)-কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১১৭ জন।

রাজ্যে Coronavirus Update

আজ ইতিমধ্যে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ১৭হাজার ৫৮৫জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষেরও বেশি। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ১৯ হাজার। সুস্থতার সংখ্যা প্রায় ১৭ লক্ষ।

Coronavirus Update
Corona cases in west bengal

রাজ্যজুড়ে করোনা টেস্টের পরিসংখ্যান

গত ২৪ঘণ্টায় করোনা টেস্টের পরিসংখ্যা ৭১হাজার ৭৯২জন। রাজ্যের করোনা টেস্ট(Coronavirus Test)-এর সংখ্যা বৃদ্ধির সাথেই সকলের সামনে উঠে আসছে করোনার ভয়াবহতার আসল চিত্র। যদিও মঙ্গলবার এই টেস্টের সংখ্যা বেশি হওয়ায় রাজ্যের করোনার গ্রাফ উর্ধ্বমুখী প্রায়। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বাংলায় পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ৩০.৮৬শতাংশ।

এক নজরে কলকাতার Coronavirus Update

কলকাতায় গত ২৪ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭,০৬০ জন। এবং মৃত্যু হয়েছে ৭জনের। গত ২৪ঘণ্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪হাজার ৮৭জন।করোনা কে জয়ী করে বাড়ি ফিরেছেন ২হাজার ৯৬৬জন।

দেশের Coronavirus Update

দেশে ২৪ঘণ্টায় করোনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )১লক্ষ ৮৫হাজার ১১২জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৬০,৯০২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৬১৫,৩০৮ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯,৯৫৯জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ১লক্ষ ৬৭হাজার ৩৪৮ জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ১৪৬জনের। উল্লেখ্য দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৪ হাজার ৩৫৯ জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৮ শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩৪,৬১৫,৩৬০ জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ৯লক্ষ ৬১হাজার ২৩৫জন।

আরও পড়ুন: Coronavirus Update in India : উর্ধ্বমুখী দৈনিক করোনার গ্রাফ, দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমন




Leave a Reply

Back to top button