Coronavirus Update : বঙ্গে নিম্নমুখী সংক্রমণের হার, রইল গত ২৪ ঘন্টার করোনা আক্রান্তের আপডেট

রাজ্য জুড়ে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ( Coronavirus is increasing in west bengal )। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রক (West Bengal Health department) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ১৪ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের। উল্লেখ্য, রাজ্যের আগামী ২২ জানুয়ারি পুরভোট(Municipal Poll)। তারই মধ্যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ ( Coronavirus Update )।
রাজ্যে Coronavirus Update
ইতিমধ্যে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৯৭ হাজার ৬৯৯ জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৩০৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার ৮৮ জনের। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৭ লক্ষের বেশি।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যের মৃত্যুর হার ১.০৬ শতাংশ। আর করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীরদের হার প্রায় ৯০.৪৯ শতাংশ। বর্তমানে সংক্রমণের হার কিছুটা কমায় কিছুটা স্বস্তিতে আছেন রাজ্যের মানুষ।
প্রসঙ্গত, গঙ্গা সাগর মেলার আগে রাজ্যের করোনা সংক্রমণের হার আরও কিছুটা কম ছিল। প্রাথমিকিভাবে মেলায় নিষেধাজ্ঞা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। এরপর গঙ্গা সাগর মেলা শুরু হতেই বাড়তে থাকে সংক্রমণের হার। তারপর আবারও তড়িঘড়ি কড়াকড়ি করে বন্ধ করে দেওয়া হয় গঙ্গা সাগরের মেলা।