Coronavirus Update : রাজ্য জুড়ে করোনার চোখ রাঙানি, জেনে নিন সংক্রমণের সংখ্যা

রাজ্য জুড়ে ঊর্ধ্ব শ্বাসে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ( Coronavirus is increasing in west bengal )। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রক(West Bengal Health department) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ২১ হাজার ৯৮ জন। এই সময়কালের মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। এদিন করোনা(Corona)-কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৭ জন।

রাজ্যে Coronavirus Update

উল্লেখ্য, রাজ্যের আগামী ২২ জানুয়ারি পুরভোট(Municipal Poll)। তারই মধ্যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ ( Coronavirus Update )। ইতিমধ্যে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৯৫ হাজার ৪৩০ জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষেরও অধিক। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার। সুস্থতার সংখ্যা প্রায় ১৭ লক্ষ।

রাজ্যজুড়ে করোনা টেস্টের পরিসংখ্যান

Coronavirus 11th januaryরাজ্যের করোনা টেস্ট(Coronavirus Test)-এর সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই উঠে আসছে সংক্রমণের আসল চিত্র। রবিবার এই টেস্টের সংখ্যা কম হওয়ায় রাজ্যের করোনা চিত্রে দেখা গিয়েছিল খানিক নিম্নমুখী ভাব। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৬৫ হাজার ২১০টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ২১ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ৩২.৩৫ শতাংশ।

এক নজরে কলকাতার Coronavirus Update

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রাজ্যের আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমে ভোট। রাজ্যের ওই চার এলাকায় সংক্রমণ নিয়ে বেশ চিন্তিত রাজ্য সরকার। এদিন ওই চার এলাকার করোনা সংক্রমণের হার, কন্টেনমেন্ট জোনের সংখ্যা কত, সে বিষয়ে রাজ্যের কাছে তথ্য চেয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন সন্ধ্যার রিপোর্ট অনুসারে, রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৬৫ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৯ জন। কলকাতার পরেই করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৫০০ জন।

আরও পড়ুন…….Corona cases in India: সংক্রমণের হার বাড়ছে কলকাতায়, কড়া বিধিনিষেধ জারি রাজ্য সরকারের

দেশের Coronavirus Update

পশ্চিমবঙ্গের পাশপাশি গোটা দেশেই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ের পর ফের আবার একবার নতুন করে দেশের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে করোনা প্রভাব। যা নানা দিক থেকেই নিশ্চিত করছে করোনার তৃতীয় ঢেউকে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। সংক্রমণের তালিকায় দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭০ জন। তবে এই সংখ্যা গতকালের তুলনায় ১১ হাজার কম। দেশ জুড়ে করোনা পরীক্ষার নিরিখে সংক্রমণের হাড় কিছুটা কমলেও, মৃত্যুর হারে দেখা গিয়েছে বৃদ্ধি। এদিন দেশ জুড়ে মৃত্যু সংখ্যায় দেখা গিয়েছে দ্বিগুণ বৃদ্ধি। সোমবার দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১৪৬ জন। মঙ্গলবার এই সংখ্যা ছুঁয়ে ফেলে ২৭৭-এর গন্ডি।

 




Leave a Reply

Back to top button