Coronavirus Update : সংক্রমণে টেনেছে হ্রাস, জেনে নিন আজকের করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যে Coronavirus Update

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রক(West Bengal Health department) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ১৯ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১৩২ জন।
মোট করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৮২ হাজার ৭৬১ জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা দেড় লক্ষেরও অধিক। বিগত ২ বছরে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছেন ২০ হাজার ৫২ জনের। এই সময়কালের মধ্যেই মোট সুস্থ হয়েছেন ১৭ লক্ষ ০৭ হাজার ৩৩৩ জন।
রাজ্য জুড়ে Corona টেস্ট
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৬৪ হাজার ৫৫২টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ১৯ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ২৯.৫২ শতাংশ।
গতকালের তুলনায় সংক্রমণে হ্রাস
গতকালের তুলনায় এদিন রাজ্যে সংক্রমণের গ্রাফে দেখা গেছে নিম্নমুখী গমন। আজ ও গতকালের করোনা পরীক্ষার পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, গতকাল রাজ্যে মোট করোনা পরীক্ষার সংখ্যা ৭২ হাজার ৭২৫টি। সেখানে অদ্যাবধি মোট করোনা পরীক্ষার সংখ্যা মাত্র ৬৪ হাজার ৫৫২টি। ফলে গতকালের(২২,৬৪৫) তুলনায় আজ সংক্রমণেও দেখা গেছে খানিকটা হ্রাস। পরীক্ষার সংখ্যা কম হওয়ায় সংক্রমণের সংখ্যাতেও উঠে আসেনি সঠিক চিত্র।
শহর জুড়ে করোনা
প্রসঙ্গত, এদিন সন্ধ্যার রিপোর্ট অনুসারে, রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৩১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬ জন।
রাজ্যের অন্যান্য জেলায় করোনা
কলকাতার পরেই করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৬ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৭৪৩ জন। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮২ জন। সুস্থ হয়েছেন ৫২৯ জন।
রাজ্যের জুড়ে Vaccination
বাড়ন্ত করোনা সংক্রমণকে রুখতে প্রয়োজন দ্রুত টিকাকরণ ও মানুষের করোনাবিধি পালন। এই পরিস্থিতি রাজ্যের এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ৬ লক্ষ ৫৮ হাজার ৩৪২ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন মোট ১ লক্ষ ৮৪ হাজার ৫৫৯ জন। দ্বিতীয় ডোজ পেয়ে টিকাকরণ সম্পূর্ণ করেছেন ৪ লক্ষ ৩০ হাজার ২১৯ জন।
দেশের Coronavirus Update

পশ্চিমবঙ্গের পাশপাশি গোটা দেশেই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ের পর ফের আবার একবার নতুন করে দেশের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে করোনা প্রভাব। যা নানা দিক থেকেই নিশ্চিত করছে করোনার তৃতীয় ঢেউকে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৭ হাজার ৩৪৫ জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৩০জনের।
আরও পড়ুন…..Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ উর্দ্ধমুখীর সাথেই তিনগুণ বাড়ল মৃত্যু