অবৈধ সম্পর্কে দেওর-বৌদি, জানাজানি হতে গলায় দড়ি দিল প্রেমিক যুগল

সমাজ জীবনের উন্নতির সাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা। সমাজের এক শ্রেণির মধ্যে দেখা যাচ্ছে উচ্চ চাহিদা। যা ডেকে আনছে বিপদ! দিন প্রতিদিন মানুষের মধ্যে বাড়ছে ( extramarital affair ) অবৈধ সম্পর্ক গড়ে তোলার চাহিদা। যার জেরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিপত্তি। এমনই বিপদের শিকার আরও এক।
প্রতিবেশী এক বৌদির সঙ্গে অবিবাহিত দেওরের গড়ে উঠেছিল ( extramarital affair ) প্রেমের সম্পর্ক। কিন্তু সেই পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হতেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল প্রেমিক যুগল। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকায়। খবর পেয়ে রবিবার সকালে দুই বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বাসনা পুরকাইত (৩৪) ও মানস সাউ(২৯)।
আরও পড়ুন…দুই নায়িকার মাঝে পিসছেন বলিউডের সেরা অভিনেতা, আসছে নওয়াজের নতুন ছবি
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একতারা গ্রামের জ্বালানি পাড়ার বাসিন্দা পিনাকী মন্ডলের সঙ্গে গত বছর দশেক আগে বাসনার ( extramarital affair ) বিয়ে ছিল। এটি ছিল তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী। স্বামী ও সৎ ছেলে বাইরে থাকার সুযোগে প্রতিবেশী দেওর মানসের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন বাসনা। মানস স্থানীয় রায়পাড়ায় পিশির বাড়িতে থাকলেও আসল বাড়ি সাগরের সাপখালিতে। এরমাঝেই শনিবার রাতে সৎ ছেলে সুদীপ পুরকাইতের হাতেনাতে ধরা পড়েন। এরপর ওই দিন রাতে যে মানস ও বাসনা দুজন যে যার বাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে