পাখির চোখ পুর নির্বাচন, প্রচার করতে ব্যবহার রেড ভলেন্টিয়ারের পোশাক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মিটতেই বাংলা তথা গোটা দেশ জুড়েই দেখা গিয়েছিল করোনার মহামারির দ্বিতীয় ঢেউ। এমতাবস্থায়, মানুষের পাশে ( Municipal Poll 2022 ) দাঁড়াতে ও মানুষের মনে বাম প্রভাব বিস্তার করতে সামনে এসেছিল রেড ভলেন্টিয়ার। করোনা পরিস্থিতি সারা রাজ্য জুড়ে কাজ করেছিল তাঁরা। অক্সিজেন ( Municipal Poll 2022 ) পৌঁছানো থেকে শুরু করে ওষুধের জোগান দেওয়া ও রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করেছিল বামেদের রেড ভলেন্টিয়ার।

Red Volunteerমানুষের পাশে দাঁড়ানোকেই মূল মন্ত্র হিসাবে তুলে ধরেছিল তাঁরা। তবে মহামারি শেষে রাজ্যে যখন পুরভোটের মহড়া তখন এক অন্য রূপে ( Municipal Poll 2022 ) রেড ভলেন্টিয়াররা। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের নানা জেলায় আয়োজিত হতে চলেছে পুরভোটের উৎসব। আর সেই উৎসবকেই যেন পাখির চোখ করেছে রাজ্যের শাসক ও বিরোধী দল। গোটা রাজ্যের মতোই বাঁকুড়া জেলাতেই করোনা মোকাবিলায় বামেদের যুব সম্প্রদায় ঝাপিয়ে পড়েছিল রেড ভলেন্টিয়ার হিসাবে। এবার সেই রেড ভলেন্টিয়ার সেজেই মানুষের কাছে ভোটের প্রচারে পৌঁছে গেলেন বাঁকুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী গণেশ মালাকার।

আরও পড়ুন…বেনজির বিক্ষোভ! সমস্যা না মেটা পর্যন্ত পুরভোট বয়কটের পথে এই এলাকার বাসিন্দারা

রেড ভলেন্টিয়ারের পোশাক এখন আসন্ন পুরভোটের প্রচারাস্ত্র। বুধবার সকালে বাঁকুড়া মেডিক্যাল কলেজ সংলগ্ন বস্তী এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জোরদার প্রচার সারলেন তিনি। করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার হিসেবে যেভাবে মানুষের পাশে পৌছে গিয়েছেন তারা। ঠিক সেভাবেই ওয়ার্ডবাসীর পাশে থাকার ( Municipal Poll 2022 ) বার্তাও দিতে দেখা গেল প্রার্থীকে। এদিন দলীয় কর্মীদের নিয়ে ১৫ নং ওয়ার্ডের বস্তী এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিলি করে ভোট দেওয়ার আবেদন করলেন সিপিআইএম প্রার্থী।

 

 




Leave a Reply

Back to top button