বাগডোগরা বিমানবন্দেরর রানওয়েতে ফাটল, চিন্তায় বিমান কর্তৃপক্ষ

সকাল থেকেই ব্যস্ত বিমানবন্দর চত্বর।  দেশের ও বিশ্বের নানা জায়গায় পাড়ি দেওয়ার উদ্দেশেই তৈরি বিমানবন্দরে অবস্থিত বহু বিমান। কিন্তু তারই মধ্যে ঘটল বিপত্তি। হটাৎ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে খবর এলো, বিমানবন্দরের রানওয়েতে নাকি দেখা গেছে ফাটল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বর জুড়ে। ইতিমধ্যে ফাটল থাকার কারণে কোনও বিমানই ওঠা-নামা করছে না ওই বিমানবন্দরে। যার জেরে বেশ সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদেরও। জরুরী ভিত্তিতে শুরু হয়েছে কাজ। জানা গিয়েছে, আপাতত ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিমানবন্দর চত্বর। হবে না কোনও রকমের বিমান চলাচল।

উল্লেখ্য, বাগডোগরা বিমানবন্দরের কাঠামোর পরিস্থিতি এমনিতেই ভালো না। প্রয়োজন মেরামতি। এমতাবস্থায়, এদিন দেখা যায় অন্য বিপত্তি। বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা গেছে বলেই খবর আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। ততক্ষণে যথারীতি তিনটি বিমান নেমে পড়েছে। বিমানবন্দরের পরিস্থিতি এমনিতেও খুব বেশি ভালো নয়। ২০০২ সালে কেন্দ্রীয় সরকার তরফে আন্তর্জাতিক মর্যাদা পায় এই বিমানটি। এরপর থেকে টানা চলেছে পরিষেবা। তবে এখন প্রয়োজন মেরামতি। আগামী এপ্রিল মাস থেকে মেরামতির কাজ শুরু হতে পারে বলেই খবর পাওয়া গিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে। কিন্তু তার আগেই বিপত্তি। জরুরী অবস্থায় শুরু হয়েছে বিমানবন্দরের রানওয়ে মেরামতির কাজ।

এদিন টানা ৪ ঘণ্টা অবধি বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ থাকবে বলেই খবর। পরিস্থিতি স্বাভাবিক করতে জোর কদমে শুরু হয়ে গিয়েছে মেরামতির কাজ। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। রানওয়ের কাজের জন্যই ১৪ দিন পরিষেবা বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। তবে জানানো হয়েছে, এরপর ২৬ এপ্রিল থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৫ট পর্যন্ত মিলবে পরিষেবা। আর এদিকে, রানওয়ের কাজ শুরু আগেই এদিন মিলল ফাটলের সন্ধান।

আরও পড়ুন…বক্স অফিস ১০০ কোটি! সত্য ঘটনার উপর তৈরি বলিউড কাপানো সিনেমা

প্রসঙ্গত, এর আগে ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এপ্রিল মাসের ১৫ দিন মতো বন্ধ থাকবে রানওয়ে। ১১ এপ্রিল থেকে শুরু করে ২৫এপ্রিলের মধ্যে কাজ শেষ করতে হবে এমনটাই নির্দেশ ছিল এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া তরফে। বাগডোগরা এই বিমানবন্দর মূলত নিয়ন্ত্রণ ভারতীয় বায়ুসেনা। সেনার বহু কাজেই ব্যবহার করা হয়ে থাকে শিলিগুড়ি পশ্চিমের এই বিমানবন্দর। বিমানবন্দর সূত্রে খবর, বাগডোগরা দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। গড়ে আট থেকে নয় হাজার যাত্রী দৈনিক সেই বিমানবন্দর হয়ে যাতায়াত করে। ফলে এই পরিস্থিতি বিমানবন্দর বন্ধ থাকার নির্দেশনামায় চিন্তার মেঘ দেখা গিয়েছে যাত্রীদের মধ্যে। এপ্রিল মাসে দেশের মধ্যে বাড়ে পর্যটন। আর সেই সময়ই বিমানবন্দর বন্ধ রাখার সিধান্ত নিয়েছে এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া।




Leave a Reply

Back to top button